গাজার ‘নিরাপদ জোনে’ ইসরায়েলি হামলা, নিহত ৭১
ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজার দক্ষিণাঞ্চলে শনিবার (১৩ জুলাই) হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে নিহত হয়েছে অন্তত ৭১ জন। সেইসঙ্গে আহত হয়েছে ২৮৯ জনের বেশি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এপি।
হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, খান ইউনিসের কাছে আল-মাওয়াসিতে হামলা হয়েছে। এই অঞ্চলটিকে ইসরায়েলি বাহিনী পূর্বে মানবিক অঞ্চল হিসেবে ঘোষণা করেছিল।
তবে ইসরায়েলের একজন কর্মকর্তা জানিয়েছেন, হামাসের মিলিটারি উইংয়ের প্রধান মোহাম্মেদ দেইফকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। সেইসঙ্গে ওই এলাকায় কোনো বেসামরিককে নয় শুধু হামাস সন্ত্রাসীদের লক্ষ্যবস্তু করা হয়েছে।
একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেছেন, যেখানে হামলা চালানো হয়েছে তা দেখে মনে হচ্ছে ভূমিকম্প আঘাত হেনেছে।
গত বছরের অক্টোবর থেকে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে তুমুল যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৩৮ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ৯০ হাজারের বেশি। সেইসঙ্গে ২০ হাজারের বেশি শিশু নিখোঁজ রয়েছে।