গাজায় ইসরায়েলের মুহুর্মুহু হামলা, নিহত বেড়ে ৩১

Share Now..


গত কয়েক দিন থেকে ইসরায়েল ও ফিলিস্তিনের সংঘাত আবারও তীব্র হয়ে উঠেছে। শুক্রবার রাতভর গাজা ভূখণ্ড থেকে ছোঁড়া শত শত রকেট হামলার জবাবে ইসরায়েলি বিমানবাহিনী ওই উপত্যকার বিভিন্ন লক্ষ্যবস্তুর ওপর গোলাবর্ষণ করেছে। এছাড়া এখন পর্যন্ত হামলা অব্যাহত রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৩১ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে চারজন নারী ও ছয় শিশু রয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানায়।

মন্ত্রণালয় থেকে আরও জানায়, শুক্রবার থেকে শুরু হওয়া এই হামলায় এখন পর্যন্ত আহতের সংখ্যা ২৬৫।

এইদিকে আল জাজিরার পক্ষ থেকে আরও বলা হয়েছে, পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে তাণ্ডব চালিয়েছে ইহুদি বসতিরা। জেরুজালেমের গভর্নর বলেছেন, রবিবার (৭ আগস্ট) সকাল থেকে ইহুদি বসতিদের ২৬টি গ্রুপ আল-আকসা মসজিদ প্রাঙ্গণে তাণ্ডব চালিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *