গাজীপুর চৌরাস্তায় মার্কেটে ভয়াবহ আগুন

Share Now..

গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে আনোয়ারা বেগম সুপার মার্কেটে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে গাজীপুর ও ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট গঠন স্থলে গিয়ে এক ঘন্টা চেষ্টা চালিয়ে বিকাল সাড়ে চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোঃ মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।  প্রাথমিকভাবে সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের। তবে তাৎক্ষণিকভাবে ওই মার্কেটে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানায় ফায়ার সার্ভিস। 
প্রত্যক্ষদর্শীরা জানায়, টিনের ছাওনিযুক্ত ওই আধাপাকা মার্কেটটিতে পাঁচটি দোকান ছিল। দোকান গুলোতে গ্যাসের চুলা, গ্যাসের চুলার বিভিন্ন খুচরা মালামাল, গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন মালামাল বিক্রি করা হতো। বিকাল সাড়ে তিনটার দিকে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের দোকান গলিতে ছড়িয়ে পড়ে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ব্যস্ততম স্থানে ওই মার্কেটে আগুন লাগার ফলে ওই মহাসড়ক দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঢাকা মুখি সমস্ত গাড়িগুলো জয়দেবপুর সড়ক ব্যবহার করে উড়াল সড়ক দিয়ে ঢাকার দিকে চলে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *