গান্নার চেয়ারম্যান নাছির সাময়িক বরখাস্ত তথ্য গোপন করে হত্যা মামলার আসামীর চেয়ারম্যান নির্বাচন ৫ বছর পর হুঁশ ফিরলো মন্ত্রনালয়ের!

Share Now..

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
হত্যা মামলার আসামী হয়ে জেলে হওয়ায় ঝিনাইদহ সদর উপজেলার ৬ নং গান্না
ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন মালিথাকে ইউপি
চেয়ারম্যানের পদ থেকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের
উপসচিব আবুজাফর রিপন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে। তিনি
গত ১৭ মে এই প্রজ্ঞাপনে সাক্ষর করেন যার স্মারক নং ৪৬.০০.৪৪০০.০১৭.২৭.০০২.২০২১-
৪২৬। খবরের সত্যতা নিশ্চত করে ঝিনাইদহ জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-
পরিচালক মোঃ ইয়ারুল ইসলাম (উপসচিব) জানান, গত ১৭ তারিখে স্থানীয় সরকার
মন্ত্রণালয় থেকে আমরা এই বিষয়ের প্রজ্ঞাপন পেয়েছি। ব্যবস্থা গ্রহণের জন্য ২৪ মে
সোমবার ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসারকে প্রেরণ করা হয়। উপজেলা
নির্বাহী অফিসার অবিলম্বে এই আদেশ কার্যকর করবেন বলে তিনি জানান। তথ্য
নিয়ে জানা গেছে, কাশিমপুর গ্রামের যুবলীগ নেতা জাকির হোসেন শান্তি হত্যা
মামলায় (এসটিসি ১০৯/১১ ও এসসি ১৪৫/১৩) দীর্ঘদিন পলাতক থাকার পর আদালতে
আত্মসমর্পন করেন ইউপি চেয়ারম্যান নাছির উদ্দীন মালিথা। চেয়ারম্যান কারাগারে
থাকায় ঝিনাইদহ জেলা প্রশাসক ব্যবস্থা নিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় বরাবর
সুপারিশ করেন। সেই সুপারিশের ভিত্তিতে স্থানীয় সরকার মন্ত্রনালয় সাময়িক বরখাস্তের
প্রজ্ঞাপন জারি করে। জানাগেছে, ২০০৯ সালের ৭ জুলাই গান্না বাজার থেকে
কাশিমপুর গ্রামে যাওয়ার পথে বোমা হামলার আহত হন যুবলীগ নেতা জাকির
হোসেন শান্তি। এরপর চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে ৯ জুলাই
মৃত্যুবরণ করেন। এই হত্যাকান্ডে ইউপি চেয়ারম্যান নাছির মালিথা ঘাতকদের টাকা
জোগান ও মূল ইন্ধনদাতা বলে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দেন মামলায় গ্রেফতার
তিন আসামী। ২০১০ সালের ২৪ অক্টোবর পুলিশ এই হত্যা মামলায় নাছির মালিথাকে
অভিযুক্ত করে চার্জসিট প্রদান করেন। হত্যা মামলার তথ্য গোপন রেখে নাসির উদ্দিন
মালিথা ২০১৬ সালের ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে অংশগ্রহণ করে বিজয়ী হন।
জাকির হত্যা মামলায় চেয়ারম্যান নাছির হাইকোর্ট থেকে বর্তমানে জামিনে
রয়েছেন। প্রজ্ঞাপন পাওয়ার কথা স্বীকার করে ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার
এসএম শাহীন মঙ্গলবার বিকালে জানান, মঙ্গলবার গান্না ইউনিয়নের এক নাম্বার
প্যানেল চেয়ারম্যোন ওবাইদুল হক রিপনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।
ওবাইদুল হক রিপন হচ্ছে নিহত যুবলীগ নেতা জাকির হোসেন শান্তির ছোট ভাই।

One thought on “গান্নার চেয়ারম্যান নাছির সাময়িক বরখাস্ত তথ্য গোপন করে হত্যা মামলার আসামীর চেয়ারম্যান নির্বাচন ৫ বছর পর হুঁশ ফিরলো মন্ত্রনালয়ের!

  • November 13, 2024 at 8:13 pm
    Permalink

    Hello! Do you know if they make any plugins
    to help with SEO? I’m trying to get my blog to rank for some targeted keywords but I’m not
    seeing very good gains. If you know of any please share. Appreciate it!
    You can read similar art here: Warm blankets

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *