গাফফার চৌধুরীর লাশ ঢাকায়

Share Now..

প্রয়াত সাংবাদিক, সাহিত্যিক ও গীতিকার আবদুল গাফফার চৌধুরীর লাশ লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট থেকে ঢাকায় এসে পৌঁছেছে।

শনিবার (২৮ মে) সকাল ১১টায় তার লাশ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

এর আগে, শুক্রবার (২৭ মে) বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টার দিকে গাফফার চৌধুরীর লাশটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে (বিজি ২০২) ফ্লাইটে দেশের উদ্দেশে রওনা হয়।

বাংলাদেশ হাইকমিশন জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে লন্ডনে বাংলাদেশ হাইকমিশন আবদুল গাফফার চৌধুরীর লাশ সম্পূর্ণ রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ঢাকায় পাঠানো হয়েছে। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে (বিজি ২০২) আবদুল গাফফারর চৌধুরীর লাশটি পাঠানো হয়।

লাশ বিমানে তোলার সময় হিথ্রো এয়ারপোর্টে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশন সাইদা মুনা তাসনিম।

বিমানবন্দর থেকে লাশ সরাসরি নিয়ে আসা হবে কেন্দ্রীয় শহিদ মিনারে। সেখানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের তত্ত্বাবধানে নাগরিক শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে এই বরেণ্য ব্যক্তিত্বকে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে লাশ নিয়ে যাওয়া হবে জাতীয় প্রেসক্লাবে। সেখানে শ্রদ্ধা জানাবেন সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। এরপর মিরপুর শহিদ বুদ্ধিজীবী করবস্থানে স্ত্রী সেলিমা আফরোজের কবরের পাশে সমাহিত করা হবে গাফ্ফার চৌধুরীকে।

১৯ মে স্থানীয় সময় ভোর ৬টা ৪০ মিনিটে লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবদুল গাফফার চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *