গুজব উড়িয়ে কাজে ফিরছেন শিল্পা শেঠী
শিল্পা শেঠীর স্বামী রাজ কুন্দ্রা পর্ণকাণ্ডে জেলে যাওয়ার পর থেকে কোনও শ্যুটিং বা আউটডোরের কোনও ইভেন্টে দেখা যায়নি শিল্পাকে। রাজের গ্রেফতারির পর বেশ কিছু দিন নিজেকে খানিকটা লুকিয়েই রেখেছিলেন শিল্পা। আবার ড্যান্স রিয়েলিটি শো-এর বিচারকের আসনে ফিরেছেন তিনি।
এবার ফটোশ্যুট সারলেন শিল্পা। সোশ্যাল সাইটে শেয়ার করলেন ছবিও। তিনি ছবির ক্যাপশনে লিখেছেন, একজন নারীর পক্ষে উঠে দাঁড়ানোর জন্য নিজের ইচ্ছের থেকে বেশি কোনও শক্তি নেই। ছবির এমন ক্যাপশনে নেটিজেন যে নড়েচড়ে বসেছে তা বলাই বাহুল্য।
সুপার ডান্সার রিয়ালিটি শোয়ের বিচারক ছিলেন শিল্পা শেঠী৷ আর সেসময় হঠাত্ রাজ কুন্দ্রার এই ঘটনা প্রকাশ্যে আসে৷ এসবের মধ্যে শোনা যাচ্ছিল বিচারকের আসন থেকে নাকি সরিয়ে দেওয়া হয়েছে শিল্পাকে৷ তার জায়গায় অন্য কেউ আসবেন৷ তবে না সেরকমটা হচ্ছে না৷ইন্ডিয়ান আইডল বিজয়ী পবনদ্বীপ রাজনের সঙ্গে একটি এপিসোডের শ্যুটিং করে ফেলেছেন তিনি৷ এবার সুপার ডান্সারের একটি এপিসোডে দেখা যাবে পবনদ্বীপ রাজনকেও৷ শিল্পা আবারও কাজে ফিরে বুঝিতে দিতে চান এভাবেই ফিরে আসা যায়৷ এদিকে এখনও জামিন পাননি রাজ কুন্দ্রা৷ জেল হেফাজতেই রয়েছেন তিনি৷