গুঞ্জন উড়িয়ে দিলেন ক্লপ

Share Now..

গেল মৌসুমে ইংলিশ ক্লাব লিভারপুলের দায়িত্ব ছাড়েন জার্মান কিংবদন্তি কোচ ইয়ুর্গেন ক্লপ। ২০১৫ সাল থেকে ২০২৪ পর্যন্ত-এই ৯ বছর লিভারপুলকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন ক্লপ। ক্লাবটিকে জিতিয়েছেন, ২০১৯-২০ মৌসুমে প্রিমিয়ার লিগের শিরোপা। এছাড়াও ২০১৮-১৯ ও ২০২১-২২ মৌসুমে রানার্সআপ হয় ইংলিশ ক্লাবটি। সেই সঙ্গে তার আমলে ক্লাব বিশ্বকাপ ও আরো অনেক শিরোপা জিতেছে ‘দ্য রেডসরা।’

তবে সম্প্রতি সময়ে এই কিংবদন্তি কোচকে নিয়ে গুঞ্জন উঠেছে, এবারের ইউরোর পর ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেট হ্যারি কেইন-বেলিংহামদের দায়িত্ব ছাড়ার পর ইংল্যান্ড জাতীয় দলের দায়িত্ব নিতে যাচ্ছেন এই জার্মান কোচ। এছাড়াও গুঞ্জন ছিল যুক্তরাষ্ট্রের জাতীয় দলের দায়িত্বও নিতে পারেন তিনি। তবে এসব বিষয় শুধু গুঞ্জন বলে উড়িয়ে দেন ৫৭ বছর বয়সি এই কোচ। সেই সঙ্গে তিনি এটাও জানিয়েছেন, আরো কিছুদিন তিনি ফুটবল থেকে দূরে থাকতে চান। সময় দিতে চান নিজেকে ও পরিবারকে। গেল বুধবার উরজবার্গে কোচস কংগ্রেসে নিজের কোচিং ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন ক্লপ। সেখানে ইংল্যান্ডের দায়িত্ব নেওয়ার গুঞ্জন নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ইংল্যান্ডের কোচ হওয়া? আমি যদি বলি আমি ব্যতিক্রমী কিছু করব, তাহলে তাতে ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় ক্ষতিটা হবে। আমার সঙ্গে যোগাযোগ করার জন্য এর চেয়ে খারাপ সময় আর হতে পারে না।’

এছাড়াও নিজের পরবর্তী গন্তব্য নিয়ে তিনি আরো বলেন, ‘কে আমাকে কল করল, তাতে কিছু যায় আসে না। আমার পদত্যাগের বিবৃতিতে জানিয়েছি, আমি এক বছরের জন্য কোনো জাতীয় দল বা ক্লাবের কোচ হতে পারব না। কিছু লোক অবশ্যই সেই অংশটি মিস করে ফেলেছে।’ আবার করে ডাগআউটে দেখা যাবে তাকে। এমন প্রশ্নের প্রতি উত্তরে ক্লপ বলেন, ‘সামনে আমি কিছু একটা নিয়ে কাজ করব। আমার এখনো প্যাডেল টেনিস খেলা এবং শুধু আমার নাতি-নাতনিদের সঙ্গে খেলে সময় কাটানো বয়স হয়নি। আমি কী আবার কোচিং করাব? আমি আসলে এই মুহূর্তে সেই সম্ভবনা বাতিল করে দেব। আমরা দেখব যে, আগামী কয়েক মাসের মধ্যে পরিস্থিতি কেমন হবে। তখন সিদ্ধান্ত নেব। এই মুহূর্তে কিছুই হচ্ছে না এটা নিশ্চিত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *