গুলিতে তুর্কি বংশোদ্ভূত মার্কিন তরুণী নিহত, তুরস্কের কড়া নিন্দা  

Share Now..

অধিকৃত পশ্চিম তীরে শুক্রবার বিক্ষোভের সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে তুর্কি বংশোদ্ভুত যুক্তরাষ্ট্রের এক তরুণী নিহত হয়েছেন। এই ঘটনায় সম্পূর্ণ তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। খবর বিবিসির।  

বিবিসি বলছে, ইহুদি বসতি বাড়ানোর প্রতিবাদে পশ্চিম তীরের নাবলুসের কাছে বেইতা শহরে এক বিক্ষোভ কর্মসূচিতে ইসরায়েলি বাহিনী গুলি চালায়। এতে আয়েশানূর এজগি এইগি নামের ওই তরুণী নিহত হন। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, ইসরায়েলি সেনাদের গুলিতেই ২৬ বছর বয়সী এইগি মারা গেছেন।  শুক্রবারের ওই কর্মসূচিতে অংশ নেওয়া একজন বিবিসিকে জানান, ফিলিস্তিনপন্থি ইন্টারন্যাশনাল সলিডারিটি মুভমেন্টের হয়ে ওইদিনই প্রথমবারের মতো বিক্ষোভে যোগ দিয়েছিলেন এইগি।

একজন প্রত্যক্ষদর্শী বিবিসির ওয়ার্ল্ড সার্ভিসের নিউজআওয়ার প্রোগ্রামকে বলেছেন, তিনি বিক্ষোভে দুইটি গুলি চালানোর শব্দ শুনেছেন।  এই ঘটনায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন দুঃখপ্রকাশ করেছেন। তবে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান ইসরায়েলের এ কর্মকাণ্ডকে ‘বর্বর’ বলে উল্লেখ করেছেন। 

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, নাবলুসে দখলদার ইসরায়েলি বাহিনীই এইগিকে গুলি করে হত্যা করেছে। হোয়াইট হাউজ মিত্র ইসায়েলকে দোষারোপ না করলেও ঘটনার তদন্তের আহ্বান জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *