গুলিবিদ্ধ লাশটি কার ?হরিণাকুন্ডুতে এক যুবককে গুলি করে হত্যা
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহ হরিণাকুন্ডু উপজেলার শুড়া গ্রাম সোমবার উদ্ধার হওয়া গুলিবিদ্ধ যুবকের পরিচয় মেলেনি। লাশটি কার এ নিয়ে দিনব্যাপী পুলিশ অনুসন্ধান চালিয়ে সন্ধা পর্যন্ত অজ্ঞাতই থেকে গেছে। অজ্ঞাত (৩২) ওই যুবকের গুলিবিদ্ধ লাশটি শুড়া গ্রামের একটি ব্রীজের পাশে পড়ে ছিল। তার মাথায় গুলি করা হয়েছে। গুলিটি মাথার এফাড় ওফোড় হয়ে গেছে। এলাকার কৃষকরা সোমবার সকালে দোলখালীর গ্রামের মাঠে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। সন্ত্রাসীদের কোন গ্রুপ এই হত্যাকান্ডের সঙ্গে জড়িত তা চিহ্নিত করার পক্রিয়া চলছে। হরিণাকুন্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, সোমবার সকালে দোলখালীর মাঠে একটি ব্রিজের পাশে অজ্ঞাত ব্যক্তির লাশ পড়ে ছিল। খবর পেয়ে পুলিশ সকাল ৯ টার দিকে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। তিনি আরও জানান, নিহতের মাথায় গুলি করা হয়েছে। ঘটনাস্থল থেকে এক রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়। তবে কে বা কারা এ হত্যাকান্ডের সাথে জড়িত তা জানার চেষ্টা চলছে।