গোবিন্দগঞ্জের পাটের গুদামের আগুন নিয়ন্ত্রণে
গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ বাজারের পাট গুদামের আগুন দুই ঘণ্টার পর নিয়ন্ত্রণে আসছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বুধবার (২০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে লাগা আগুন নিয়ন্ত্রণে গোবিন্দগঞ্জ, সাঘাটা ও বগুড়ার সোনাতলা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে। দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।এ ঘটনায় কমপক্ষে চার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করেছে স্থানীয়রা।
জানা গেছে, অগ্নিকাণ্ডের গুদামের পার্শ্ববর্তী তিনটি বাড়ি সম্পূর্ণরূপে পুড়ে গেছে। এর মধ্যে মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম প্রধানের বাড়ি রয়েছে।
তিনি জানান, বেলা ১১টার দিকে মহিমাগঞ্জ বাজারের পশ্চিমদিকের পাট ব্যবসায়ী আজাহার আলী বেপারীর পাটের গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাট গুদামের পাশের তিনটি বাড়িতে দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়।
তার অভিযোগ, ১৫-২০ মিনিট দূরত্বের পথ হলেও পার্শ্ববর্তী বগুড়া জেলার সোনাতলা ফায়ার সার্ভিস ফোন করার পৌনে একঘণ্টা ও গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস এক ঘণ্টা পরে ঘটনাস্থলে পৌঁছে। এতে গুদামে রক্ষিত অর্ধ কোটি টাকার পাটসহ তিনটি বাড়ির ৪ কোটি টাকার সম্পদ সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে যায়। দুপুর দেড়টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফ আনোয়ার জানান, আগুনের লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের পর ক্ষতির পরিমাণ বলা যাবে।
Crush the competition and rise to the top. Lucky Cola