গোলরক্ষকের ভুলে ব্রাদার্সের জয় হাতছাড়া

Share Now..

রহমতগঞ্জ কখন কী করতে পারে, তা নিশ্চিত না আবার তারা বুঝিয়ে দিল। এই দলটার কথা দুই দিন আগেও কোচ শফিকুল ইসলাম মানিক বলেছিলেন, নামটা রহমতগঞ্জ। কে খেলছে , কে খেলছে না, সেটা বড় কথা না। এই দলের বিপক্ষে খেলা হলে যে-কোনো দলই একটু সমস্যায় পড়বেই। পয়েন্ট হারাতে হতে পারে।

মানিকের কথা একেবারে ভুল না। আবাহনীর পর এবার ব্রাদার্স পয়েন্ট হারিয়েছে রহমতগঞ্জের বিপক্ষে, ২-২ গোলে ড্র হয়েছে। কাল মুন্সীগঞ্জের মাঠে রহমতগঞ্জের বিপক্ষে ব্রাদার্স ২-১ গোলে এগিয়ে ছিল। খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে দ্বিতীয় গোল করে নিশ্চিত হার রক্ষা করেছে রহমতগঞ্জ। কষ্টে বুক ফেটে যাওয়ার মতো অবস্থা কোচ আলী আসগর নাসিরের।

সবকিছু ঠিকঠাক ছিল। জয়ের বন্দরে পৌঁছানোর আগমুহূর্তে সব শেষ। উজবেক ফুটবলার ওতাবেকের গোলে ১৮ মিনিটে এগিয়ে যায় ব্রাদার্স, ১-০। ৭ মিনিটের মধ্যে গোল শোধ করেন রহমতগঞ্জের ঘানাইয়ান আর্নেস্ট বোয়োটেং, ১-১। এই আর্নেস্ট গত ম্যাচে আবাহনীর বিপক্ষেও গোল করে এক পয়েন্ট কেড়ে এনেছিলেন।

৬৭ মিনিটে জাতীয় দলের সাবেক ফুটবলার মাহবুবুর রহমান সুফিলের গোলে ব্রাদার্স আবার এগিয়ে যায়, ২-১।  ৮৮ মিনিটে ব্রাদার্সের গোলরক্ষক মহিউদ্দিনের একটা ভুলে রহমতগঞ্জের সামিন ইয়াসার গোলের সুযোগ নেন, ২-২।  আবাহনীর বিপক্ষে পিছিয়ে থেকেও ড্র (১-১) তুলে এনেছিল রহমতগঞ্জ।

আজকের খেলা

আবাহনী-ফর্টিস এফসি। ২টা ৩০, রাজশাহী।

শেখ জামাল-পুলিশ। ২টা ৩০, ময়মনসিংহ।

বসুন্ধরা কিংস-চট্টগ্রাম আবাহনী। ২টা ৩০, কিংস এ্যারেনা, ঢাকা।

1,144 thoughts on “গোলরক্ষকের ভুলে ব্রাদার্সের জয় হাতছাড়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *