গোল করা নয়, জয়টাই গুরুত্বপূর্ণ: মোরসালিন

Share Now..

বৃহস্পতিবার থিম্পুতে ফিফা প্রীতি ম্যাচে স্বাগতিক ভুটানের বিপক্ষে মোরসালিনের একমাত্র গোলে বাংলাদেশ জয় পেয়েছে। রোববার দ্বিতীয় ম্যাচের অপেক্ষা। মোরসালিন বসুন্ধরা কিংসের ফুটবলার। সেখানে নিয়মিত একাদশে খেলতে দেখা যায় না। জাতীয় দলে ফিরলে একাদশে খেলেন তিনি। এই তরুণ স্ট্রাইকার আন্তর্জাতিক ফুটবলের ১২ ম্যাচে ৫ গোল করলেন। 

ভুটানের বিপক্ষে এবারের জয়টি ভিন্ন মাত্রার। ২০১৬ সালে থিম্পুর মাঠে ভুটানের কাছে হেরেছিল বাংলাদেশ, এশিয়ান কাপের খেলায়। সেই ম্যাচ হেরে বাংলাদেশের ফুটবলে যেন কালো অধ্যায় সৃষ্টি হয়েছিল। ‘আমি তখন সপ্তম শ্রেণিতে পড়ি। ওভাবে বুঝার মতো কিছু হয়নি। বিকেএসপিতে মাত্রই ভর্তি হয়েছিলাম। সেবছরই ভুটানের কাছে হেরেছিল বাংলাদেশ’- ভুটান থেকে টেলিফোনে বলছিলেন মোরসালিন। এত দিনে মোরসালিন এখন বেশ ম্যাচিউরড। দেশের পরিবর্তিত পরিস্থিতি অনুভব করতে পারেন। কী অবস্থা থেকে কোথায় এসেছে দেশ। ট্রানজিশন পিরিয়ড এখন। মোরসালিনের কাছে সবচেয়ে বড় কথা হচ্ছে-ভুটানের বিপক্ষে প্রতিশোধ নেওয়ার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে দেশের জন্য জিততে হবে। ‘আগামীকাল আরও একটি ম্যাচ ভুটানের বিপক্ষে আমি গোল করি, না করি। সেটা বিষয় না। দেশকে জয় এনে দেওয়াটাই ইমপর্টেন্ট। আমি গোল করলাম কি করলাম না, তার চেয়েও বড় কথা যে কোনো ফুটবলার গোল করুক। ম্যাচ জিততে হবে, এটাই এখন টার্গেট।’  ম্যাচের ছয় মিনিটে মোরসালিনের পা থেকে গোল পায় বাংলাদেশ। অবশিষ্ট ৮৪ মিনিট দ্বিতীয় গোল পায়নি মোরসালিনরা। ঝুঁকি ছিল ম্যাচে। ভুটান সুযোগ পেয়েছিল। গোল শোধ করে ফেললে ম্যাচ ঘুরেও যেতে পারত। মোরসালিন বললেন, ‘এক গোলের ভরসা নেই কথাটা ঠিক। আমরা খেলার স্রোতে ছিলাম। দ্বিতীয় গোলের জন্য চেষ্টা করেছি। কিন্তু গোল পেয়ে যাওয়ায় ডিফেন্সিভ ফুটবল খেলিনি।’  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাসের শিক্ষার্থী মোরসালিন। একই সঙ্গে ক্লাব ফুটবল এবং জাতীয় দলে প্রতিভার স্বাক্ষর রাখছেন। জাতীয় দলে স্ট্রাইকার সংকট, নিজেদের মেধা দিয়ে সংকটপূর্ণ করতে চান। মোরসালিন বললেন, ‘আমি একা খেললে তো হবে না। এখানে আমরা সবাই এক সুতোয় খেলব। তাহলে ভালো কিছু হবে। কারণ আগামী বছর এশিয়ান কাপের খেলা রয়েছে। ভুটানের বিপক্ষে আমার লক্ষ্য ছিল গোল করব। আগামী ম্যাচেও গোল করার লক্ষ্য নিয়ে নামব। মোরসালিনের গ্রামে তার মা থাকেন। তারা ইউটিউবে খেলা দেখেছেন। গ্রামে মায়ের সঙ্গে কথা হলেও বাবার সঙ্গে হয়নি। সৌদি আরবে থাকেন। মোরসালিন বললেন, ‘মিডিল ইস্টে হোয়াটসঅ্যাপে সমস্যার কথা বলা যায় না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *