গৌরীপুরে পরীক্ষার ফি’র সঙ্গে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

Share Now..


ময়মনসংিহরে গৌরীপুর উপজলোর সহনাটী ইউনয়িনরে পাছার উচ্চ বদ্যিালয়রে প্রথম সাময়কি পরীক্ষায় শক্ষর্িাথীদরে নকিট থকেে ফসিরে সঙ্গে অতরিক্তি র্অথ আদায়রে অভযিোগ পাওয়া গছে।েবদ্যিালয়রে ৮ম, ৯ম ও ১০ম শ্রণেরি শক্ষর্িাথী ও তাদরে অভভিাবকদরে সঙ্গে কথা বলে পরীক্ষার ফসিরে সঙ্গে অতরিক্তি র্অথ আদায়রে অভযিোগরে সত্যতা পাওয়া যায়। ক্ষুব্ধ অভভিাবকরা জানান, শক্ষর্িাথীদরেকে নানা রকম ভয়ভীতি প্রর্দশন করে এ টাকা আদায় করা হয়ছে।ে কাউকে কোনো ছাড় দয়ে নাই।

৮ম শ্রণেরি শক্ষর্িাথী সানমিুল ইসলাম, ফাহমি ইসলাম সয়িাম, রদেোয়ান আহমদে জনি ও মাসুদ ময়িা জানান, তাদরে প্রত্যকেকে উন্নয়ন ফসি ৫শ টাকা, সশেন র্চাজ ৫শ টাকা, বতেন ৬শ টাকা, পরীক্ষার ফসি ৪শ টাকা ও আইসটিি বভিাগরে র্চাজ ৫শ টাকা মোট ২হাজার ৫শ টাকা করে দতিে হয়ছে।ে

আরকে শক্ষর্িাথী জানান, দু’চারজন এখন কছিু টাকা বাকি রখেে প্রবশেপত্র নতিে পারলওে এটা পরে দয়িে দতিে হব।ে এ বদ্যিালয়ে কাউকে মওকুফ করা হয় না।

এক অভভিাবক জানান, আমি শ্রণেি শক্ষিক ও প্রধান শক্ষিকরে সঙ্গে দখো করছে,ি তারপরও টাকা কমানো হয় নাই। শক্ষর্িাথীদরে নকিট থকেে আইসটিি খাতে ৫শ ও উন্নয়ন খাতে ৫শ সহ প্রথম সাময়কি পরীক্ষার ফসিরে সঙ্গে অতরিক্তি ফসি গ্রহণরে বষিয়টি নশ্চিতি করনে ৮ম শ্রণেরি শ্রণেি শক্ষিক মো. ফারুক আহমদ।

বদ্যিালয়রে প্রধান শক্ষিক শাহ আরশাদুল হক জানান, সরকারি প্রজ্ঞাপনে ৩ হাজার টাকা উন্নয়ন ফি নওেয়ার বধিান আছ।ে বদ্যিালয়রে ম্যানজেংি কমটিরি সদ্ধিান্তক্রমে আমরা বদ্যিালয়রে উন্নয়নরে জন্য ৫শ টাকা ও আইসটিি খাতে ৫শ টাকা নচ্ছি।ি বদ্যিালয় ম্যানজেংি কমটিরি সভাপতি ও সহনাটী ইউনয়িন পরষিদরে সাবকে চয়োরম্যান মো. আব্দুল মান্নান জানান, আমি প্রধান শক্ষিকরে সঙ্গে কথা বলে পরে জানাবো।

উপজলো মাধ্যমকি শক্ষিা অফসিার মো. আশরাফুল ইসলাম জানান, আইসটিি খাতে র্অথ আদায়সহ যকেোনো অতরিক্তি ফসি গ্রহণরে অভযিোগ পাওয়া গলেে তদন্তর্পূবক ব্যবস্থা গ্রহণ করা হব।ে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *