গ্রামবাসীর প্রতিরোধের মুখে ৩ টি মোটরসাইকেল ফেলে পালালো চাঁদাবাজরা \ রাতে উদ্ধার করা মোটরসাইকেল ছেড়ে দিলো পুলিশ

Share Now..

\ চুয়াডাঙ্গা প্রতিনিধি \
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাটুদা ইউনিয়নের চন্দ্রবাস গ্রামে পুকুর কেটে রাতে পাড় সংস্কার করার সময় চাঁদাদাবীর ঘটনা ঘটেছে। এ ঘটনায় গ্রামবাসীর প্রতিরোধের মুখে তিনটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় চাঁদাবাজরা। রাতেই মোটরসাইকেল তিনটি নাটুদা ফাঁড়ি পুলিশ হেফাজতে নেয়। বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত ১২ টার দিকে এ ঘটনা ঘটে। পরদিন বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে মোটরসাইকেল তিনটি নাটুদা পুলিশ ফাঁড়ি ছেড়ে দিয়েছে পুলিশ। এসব ঘটনায় এলাকাবাসীর মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। নাটুদা ইউনিয়নের চন্দ্রবাস গ্রামের নূর আলমের ছেলে শাহ আলম বলেন, একই গ্রামের মৃত. ঈমান পুড়োর ছেলে শেখ সাদীর গ্রামের মাঠে নিজের ১২ বিঘার একটা পুকুর আছে। আমি ঐ পুকুরটা ঝালাই (সংস্কার) করার কন্ট্রাক নিয়ে পুকুরের দুই পাড় বাঁধছি। বুধবার রাত ১২ টার দিকে ৬ টি মোটরসাইকেলে ১৪/১৫ জন মুখোশধারি পুকুরে পৌঁছায়ে সেখানে কাজকরা আমার লোকজনকে কাজ বন্ধ করার হুমকি দেয়। কাজ করতে হলে তাদেরকে ৫০ হাজার টাকা চাঁদাদিতে হবে। এসময় তারা কেন টাকা দিবে বললে পুকুরে থাকা আছের পন্ডিতের ছেলে হুমায়নকে মারধর করতে থাকে চাঁদাবাজরা। এ সময় হুমায়নের চিৎকার চেঁচামেচিতে স্থানীয়রা ছুটে আসলে অবস্থা বেগতিক বুঝে চাঁদাবাজরা তিনটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। সংবাদ পেয়ে নাটুদা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিত্যক্ত অবস্থায় তিনটি মোটরসাইকেল উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে চাঁদাবাজরা নাটুদা পুলিশ ফাঁড়ি থেকে মোটরসাইকেল তিনটি নিয়ে যাওয়ায় এলাকাবাসীর মধ্যে দুশ্চিন্তা আতঙ্কের ছাপ ফুটে উঠেছে। পুকুরের মালিক নাটুদা ইউনিয়নের চন্দ্রবাস গ্রামের মৃত. ঈমান পুড়োর ছেলে শেখ সাদী অজ্ঞাতকরণে এবিষয়ে কোন কিছু জানেন না বলে জানান। এ ঘটনার সাথে জড়িতদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবী জানিয়েছেন এলাকাবাসীসহ সচেতন মহল। নাটুদা পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই শুভ্রজিৎ পাল জানান, সংবাদ পেয়ে রাতে ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। পরিত্যাক্ত অবস্থায় তিনটা মোটরসাইকেল উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসা হয়। মোটরসাইকেল তিনটি ছেড়ে দেওয়ার বিষয়ে তিনি কোন কথা না বলে জানান, আপনি ওসি স্যারের সাথে কথা বলেন। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, মোটরসাইকেল তিনটির বৈধ কাগজপত্র থাকায় ছেড়ে দেওয়া হয়েছে। তবে রাতের ঘটনায় কেউ কোন অভিযোগ করলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *