ঘূর্ণিঝড় মোখার দিন কয়রায় পরিদর্শনকালে এমপি বাবুমানুষের জীবনমান রক্ষার্থে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

Share Now..

মোঃ রউফ কয়রা(খুলনা)প্রতিনিধিঃ

কয়রা-পাইকগাছার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু ঘূর্ণিঝড় মোখার ক্ষয়ক্ষতি রোধে জরুরী ভিত্তিতে কার্যক্ররি ব্যবস্থা গ্রহনের জন্য নিজেই দিন ব্যাপী কয়রার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। তিনি গতকাল ১৪ মে (রবিবার) সকাল থেকে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন স্থানের বেঁড়িবাধের চলমান কাজ ও ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ পরিদর্শন করে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি বলেন, উপকূলীয় এলাকা খুলনা জেলার কয়রার মানুষের জীবন মান রক্ষার জন্য সকল প্রকার পদক্ষেপ গ্রহণ করা ও বেঁড়িবাধ ভেঙ্গে প্লাবিত হওয়ার হাত থেকে রক্ষার্থে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ সংস্কারের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য পাউবোর কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। এমপি মদিনাবাদ লঞ্চঘাট সংলগ্ন এলাকার বেড়িবাঁধের চলমান কাজের তদারকি করেন এবং ঘূর্ণিঝড় মোকাবেলায় সাধারণ মানুষকে সচেতন করার ব্যাপারে নিজেই মানূষকে সচেতনতার কথা বলেন । পরিদর্শন কালে এমপি আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু আইলা ও আম্ফানের ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা দিয়ে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বলেন, প্রাকৃতিক দুর্যোগ হলে ওয়াপদার বাঁধ ভেঙে কৃষি ফসল, মৎস্য ঘের প্লাবিত হয়ে ব্যাপক অর্থনৈতিক ক্ষতি হয়, মানুষ সহ গবাদিপশুর প্রানী হানি ঘটে। রাস্তা ঘাট সহ সম্পদ বিনষ্ট হয়। মানুষ ঘরবাড়ি হারিয়ে নিঃশ্ব হয়ে পড়ে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপকূলীয় এলাকার মানুষের জীবন ও সম্পদ রক্ষার্থে টেঁকসই বেড়িবাঁধ নির্মাণে মহা পরিকল্পনা হাতে নিয়েছেন। যা পর্যায় ক্রমে বাস্তবায়ন হচ্ছে। ইতি মধ্যে ১৮০ কোটি টাকার প্রকল্প টেন্ডার হয়েছে। বাকি কাজের টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমান, কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএমএস দোহা (বিপিএম), ইউপি চেয়ারম্যান এস.এম বাহারুল ইসলাম, আলহাজ্ব সরদার নূরুল ইসলাম কোম্পানী, মোঃ আছের আলী মোড়ল, জিয়াউর রহমান জুয়েল, প্রভাষক শাহনেওয়াজ শিকারী, আওয়ামীলীগ নেতা খগেন্দ্রনাথ মন্ডল, জাফরুল ইসলাম পাড়, সরদার হারুন অর রশিদ, অধ্যক্ষ আদ্রিশ আদিত্য মন্ডল, ড. চয়ন কুমার রায়, প্রধান শিক্ষক খায়রুল আলম, ইউপি সদস্য গণেশ মন্ডল, যুবলীগ নেতা এ্যাড. আরাফাত হোসেন, ছাত্রলীগ সাধারন সম্পাদক আমিনুল হক বাদল, সহ-সভাপতি তরিকুল ইসলাম প্রমুখ।

3 thoughts on “ঘূর্ণিঝড় মোখার দিন কয়রায় পরিদর্শনকালে এমপি বাবুমানুষের জীবনমান রক্ষার্থে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

  • July 6, 2024 at 4:29 am
    Permalink

    Обладатели iPhone могут воспользоваться всеми преимуществами мобильного беттинга, если скачать Фонбет ios. Это приложение предоставляет пользователям удобный интерфейс, быстрый доступ к различным спортивным событиям и возможность делать ставки в любое время и в любом месте. Фонбет также предлагает привлекательные бонусы и акции для своих пользователей.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *