ঘূর্ণিঝড় সিত্রাং: হাতিয়ায় ৪ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে নোয়াখালীর হাতিয়ায় ৪ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ সময় প্রায় ২৫ জন আহত হয়েছেন। সোমবার বিকাল থেকে বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে পড়েছে দ্বীপবাসী। নলচিরা নৌঘাটের দু’টি পল্টুন ভেঙে গেছে। ভাঙন দেখা দিয়েছে নলচিরা বেড়িবাঁধে। হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম হোসেন বলেন, ‘ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে উপজেলা হাতিয়ার ২ লক্ষাধিক মানুষ দুর্ভোগে রয়েছেন। এতে বিধ্বস্ত হয়েছে ৪৪০টি বাড়িঘর।’হাতিয়া উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, ‘ঘূর্ণিঝড় সিত্রাংয়ে প্রাভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে ৭ হাজার ৬ হেক্টর জমির রোপা আমান ধান নষ্ট হয়ে গেছে।’ নিঝুম দ্বীপের চেয়ারম্যান দিনাজ উদ্দিন বলেন, ‘বেড়িবাঁধ না থাকায় ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে নিঝুম দ্বীপের পুরো এলাকা ৬ থেকে ৭ ফুট জোয়ারে পানিতে প্লাবিত হয়েছে। নিঝুম দ্বীপের শতকরা ৮০ভাগ লোক ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়ায় তারা বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।’
Your gaming journey starts here—start playing now Lucky Cola