চট্টগ্রামের আইনজীবী হত্যার তদন্ত ও সারাদেশে সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
Share Now..
\ ঝিনাইদহ অফিস \
ঝিনাইদহে বামগণতান্ত্রিক জোটের উদ্যোগে চট্টগ্রামের আইনজীবী হত্যার সুষ্ঠ তদন্ত ও বিচার করা, সারাদেশে সাম্প্রদায়িক উস্কানি, উন্মাদনা ও হামলার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) বিকালে শহরের পায়রা চত্বরে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ জেলা সিপিবির সাধারণ সম্পাদক স্বপন বাগচির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা সমাজতান্ত্রিক দল বাসদের আহবায়ক এ্যাড. আসসাদুল ইসলাম আসাদ, ঝিনাইদহ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহবায়ক শারমিন সুলতানা, ঝিনাইদহ বিপ্লবী কমিউনিস্ট পার্টির সংগঠক জনি ইসলাম, ঝিনাইদহ জেলা উদিচী কমিটির সভাপতি কে.এম.শরিফ প্রমুখ।
Hello i am kavin, its my first time to commenting anywhere, when i read this
piece of writing i thought i could also create comment due to this brilliant article.