চলছে অবরোধের তৃতীয় দিন, মোড়ে মোড়ে পুলিশ

Share Now..

নবচিত্র অনলাইন ডেস্ক:

আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বিরোধী দলগুলোর ডাকা অবরোধ বৃহস্পতিবার (২ নভেম্বর) তৃতীয় দিনের মতো চলছে। গত মঙ্গলবার থেকে শুরু হওয়া তিন দিনের সড়ক, রেল ও নৌপথের অবরোধের শেষ দিন আজ।

রাজধানীতে তুলনামূলক কম যানবাহন চলাচল করতে দেখা গেছে। মোড়ে মোড়ে সতর্ক অবস্থান নিতে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও

তবে দূরপাল্লার বাসগুলোকে দেখা গেছে বাসস্ট্যান্ডে অবস্থান করতে। বেশিরভাগ দূরপাল্লার বাসে যাত্রী নেই। ট্রেন চলছে, তবে সীমিত সংখ্যক যাত্রী নিয়ে।

অবরোধ চলাকালে ঢাকাসহ বিভিন্ন স্থানে সংঘর্ষ, ভাঙচুর ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। সারাদেশে বিএনপিসহ বিরোধী দলের শত শত নেতা-কর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এদিকে গত ২৮ অক্টোবরের মহাসমাবেশ পণ্ড হওয়ার পর থেকেই বিএনপির প্রধান কার্যালয়ে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। তালাবদ্ধ কার্যালয়ে এখনও ভুতুড়ে পরিবেশ বিরাজ করছে। এখনও কার্যালয় ঘিরে পুলিশের ব্যাপক উপস্থিতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *