চাঁদপুরের ৭ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Share Now..

চাঁদপুরের ‘আধুনিক প্যাসেঞ্জার টার্মিনালসহ’ জেলার সাতটি উন্নয়ন প্রকল্প ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে দেশের ৬৪ জেলার মতো চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসকসহ কর্মকর্তারা যুক্ত ছিলেন।

পরে নদী বন্দরে ‘আধুনিক প্যাসেঞ্জার টার্মিনালের’ নির্মাণ কাজ প্রধানমন্ত্রীর পক্ষে ভিত্তিপ্রস্তর স্থাপনের নামফলক উন্মোচন করেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।

এ সময় চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

চাঁদপুরের উদ্বোধন হওয়া উন্নয়ন প্রকল্পগুলো হচ্ছে- চাঁদপুর নদীবন্দরে ‘আধুনিক প্যাসেঞ্জার টার্মিনাল’ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, নবনির্মিত তিনটি কমিউনিটি ক্লিনিক, নবনির্মিত ২০টি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান, মতলব উত্তর উপজেলায় নবনির্মিত সাব-রেজিস্ট্রি অফিস, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের আওতাধীন নবনির্মিত নয়টি শিক্ষা প্রতিষ্ঠান, নবনির্মিত ১৯টি প্রাথমিক বিদ্যালয় ও হাজীগঞ্জ উপজেলা ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *