চাঁদপুরে লঞ্চ-কার্গোর মুখোমুখি সংঘর্ষ, নিখোঁজ ১
ঘন কুয়াশায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চ ও কার্গোর মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে তলা ফেটে চরে আটকা পড়েছে বরিশালগামী এমভি সুন্দরবন-১৬ লঞ্চ। এ ঘটনায় এক নারী নিখোঁজ রয়েছেন এবং আরেকজন আহত হয়েছেন। আহত যাত্রীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে চাঁদপুরের মতলব উত্তরের আমিরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, খলাসপুর গ্রামের সামনে নদীতে নোঙর করে রাখা মার্কেন্টাইল-৩ কার্গো জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চটির ধাক্কা লাগে। ঘটনার পর যাত্রীদের উদ্ধার ও নিরাপত্তা দিতে চাঁদপুর সদর ও মোহনপুর নৌ-পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। তবে ঘন কুয়াশার উদ্ধার কাজে কিছুটা বেগ পেতে হয়েছে।
তিনি আরও জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় ঢাকা থেকে সুন্দরবন-১৬ লঞ্চটি প্রায় পাঁচ শতাধিক যাত্রীসহ বরিশালের উদ্দেশে ছেড়ে আসে। মধ্য রাতে ঘনকুয়াশায় নদীতে নোঙর করা কার্গো জাহাজটির সঙ্গে লঞ্চটির ধাক্কা লাগে। সংঘর্ষে সুন্দরবন-১৬ লঞ্চটির মাঝখানে কিছু অংশ ভেঙে যায়। ধাক্কার পরে লঞ্চটি নদীর কিনারে নিতে সক্ষম হন চালক।
দুর্ঘটনাকবলিত লঞ্চের সুপারভাইজার সিরাজুল ইসলাম জানান, তারা লঞ্চটিকে নিরাপদে মেঘনা নদীর আমিরাবাদ এলাকায় অবস্থান করছেন। লঞ্চে পাঁচ শতাধিক যাত্রী ছিল । এর মধ্যে ভোর ৪ টার দিকে ডেক এবং প্রথম শ্রেণির ২৫০ যাত্রীকে এমভি সুন্দরবন-১৫ এবং সকালে বাকিদের নিয়ে এমভি সুন্দরবন-১৪ বরিশালের ছেড়ে গেছে।
নিখোঁজ নারীকে উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা তৎপরতা অব্যাহত রেখেছেন বলেও জানান এসপি কামরুজ্জামান ।