চাঙ্গা ডলার ও বৈশ্বিক শেয়ার বাজার
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার খবরে চাঙ্গা হয়েছে ডলার। সেসঙ্গে ভার্চুয়াল মুদ্রারও দাম ও রেকর্ড গড়ছে।
বিবিসির বিশ্লেষণে বলা হয়েছে বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে ডলারের দাম এক দশমিক ৫ শতাংশ বেড়েছে। এর মধ্যে রয়েছে পাউন্ড, ইউরো ও জাপানের ইয়েন। তাছাড়া ভার্চুয়াল মুদ্রার সবচেয়ে দামি বিটকয়েনের দাম ৬ হাজার ডলার বেড়ে রেকর্ড ৭৫ হাজার ডলার ছড়িয়েছে। নির্বাচনের ফলাফলের পূর্বাভাসের খবর বেরুতে শুরু করার সঙ্গে সঙ্গে বিশ্ব জুড়ে শেয়ার বাজারে উত্থান দেখা গেছে। বুধবার সকালে জাপান ও অস্ট্রেলিয়ার বেঞ্চমার্ক শেয়ার সূচকগুলো ঊর্ধ্বমুখী ছিল। বুধবার সকাল থেকেই যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়ার বেঞ্চমার্ক স্টক সূচক ঊর্ধ্বমুখী হতে দেখা যায়। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ, এসঅ্যান্ডপি ৫০০ এবং নাসডাকের সব স্টক সূচক ১ শতাংশেরও বেশি বেড়েছে। বুধবারও তার ধারাবাহিকতা বজায় রয়েছে। এসঅ্যান্ডপি ৫০০ বেড়েছে ৭০ পয়েন্ট বা ১ দশমিক ২৩ শতাংশ এবং নাসডাকে কম্পোজিট বাড়েছে ২৫৯ পয়েন্ট বা ১ দশমিক ৪৩ শতাংশ। এছাড়া মার্কিন নির্বাচনের ফলাফল বৈশ্বিক অর্থনীতিতে বিশেষ করে এশিয়ার পুঁজিবাজারে বড় ধরনের প্রভাব ফেলছে। জাপানে বেঞ্চমার্ক নিক্কেই ২২৫ স্টক সূচক ১০০৫ পয়েন্ট বা ২ দশমিক ৬১ শতাংশ বেড়েছে, যেখানে অস্ট্রেলিয়ার এএসএক্স ২০০ স্টক সূচক ৬৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৮৩ শতাংশ বেড়েছে। এশিয়ার আরেক উন্নত দেশ সিংগাপুরের প্রধান সূচক এসজিএক্স নিফটি বেড়েছে ২৯ পয়েন্ট বা শূন্য দশমিক ১২ শতাংশ। গত সোমবারও বড় ধরনের পতনের মুখে পড়েছিল ভারতের পুঁজিবাজার। ট্রাম্পের জয়ের আভাসে মঙ্গলবার থেকে বাড়তে শুরু করে ভারতীয় শেয়ার বাজারের সূচক। বুধবার ভারতের প্রধান সূচক নিফটি ৫০ বেড়েছে ২৭৩ পয়েন্ট বা ১ দশমিক ১৩ শতাংশ। এছাড়া ট্রাম্পের ঐতিহাসিক বিজয়ে বিপরীত চিত্র চীনের হংকংয়ের পুঁজিবাজারে। হংকংয়ের প্রধান সূচক হ্যাং সেং স্টক ৪৬৮ পয়েন্টে বা ২ দশমিক ২৩ শতাংশ কমেছে। এছাড়া চীনের মূল ভূখণ্ড সাংহাই কম্পোজিট সূচক ৩ পয়েন্ট বা শূন্য দশমিক ৯৪ শতাংশ কমেছে। তবে ইউরোপের পুঁজিবাজরেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। যুক্তরাজ্যের প্রধান সূচক এফটিএসই ১০০ বেড়েছে ৮১ পয়েন্ট বা শূন্য দশমিক ৯৯ শতাংশ। এদিকে প্রভাব পড়েছে রাশিয়ার পুঁজিবাজারেও। গতকাল রাশিয়ার শেয়ার বাজারের প্রধান সূচক এমওইএক্স সিএফডি ৪৭ পয়েন্ট বা ১ দশমিক ৭৮ শতাংশ বেড়েছে।
Victory is just a respawn away Play hard Lucky Cola