চায়ের পরে পানি নয় 

Share Now..

সকালে চোখ খুলে হোক বা জম্পেশ আড্ডায় এক কাপ চা না হলে বাঙালির চলে না। মন ও শরীর সতেজ করে তুলতে এই পানীয়ের তুলনা হয় না। তবে অতিরিক্ত চা পান বা পানের পর পরই পানি খাওয়ার প্রবণতা শরীরের জন্যে ভালো নয়।

চিকিৎসকদের মতে, গরম চা পান করে ঠান্ডা পানি পানের অভ্যাস অস্বাস্থ্যকর। এতে নানারকম শারীরিক অস্বস্তি তৈরি হতে পারে। যেমন: 

বদহজম
গরম খাবার বা পানীয় খাওয়ার পরে ঠান্ডা খাবার না খাওয়াই ভালো। এতে পেটে গণ্ডগোল হওয়ার সম্ভবনা থাকে। তাই গরম চা পানের পর সঙ্গে সঙ্গে পানি পানে বদহজমের মতো নানা শারীরিক সমস্যা দেখা দিতে পারে।

পেট ফাঁপা
চা পানের পর পানি খেলে পেটে নানা সমস্যা হতে পারে। গ্যাসের সমস্যা ছাড়াও পেটের ফোলা ভাব, পেট ফাঁপা, কোষ্ঠকাঠিন্যের মতো নানা শারীরিক সমস্যার সৃষ্টি হয়।

রক্তপাতের ঝুঁকি
খাওয়ার পর পানি খেলে শরীর অতিরিক্ত গরম হয়ে ওঠে। বিশেষ করে গরমে এই সমস্যা আরও বেশি হতে পারে। ফুটন্ত গরম চা খাওয়ার পর ঠান্ডা পানি খেলে শরীর অত্যধিক উত্তপ্ত হয়ে নাক থেকে রক্তপাতের ঝুঁকিও থাকে।

দাঁতের সমস্যা
গরম ও ঠান্ডা পরপর খেলে সবচেয়ে বেশি প্রভাব পড়ে দাঁত ও মাড়িতে। দীর্ঘ সময় এমন চলতে থাকলে দাঁতের এনামেল ক্ষয়ে যায় ও মাড়িও ক্ষতিগ্রস্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *