চারদিন পাবনায় থাকবেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চারদিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন। রোববার (১৫ মে) দুপুর ১২টার দিকে হেলিকপ্টারযোগে পাবনা জেলা স্টেডিয়াম হেলিপ্যাডে পৌঁছান তিনি।
২২তম রাষ্ট্রপতি হিসাবে গত ২৪ এপ্রিল দায়িত্ব গ্রহণের পর এটিই পাবনাতে তার প্রথম সফর। তিনি পাবনাতে কয়েকটি প্রোগ্রামে অংশ নেবেন
পাবনার নাগরিক কমিটির পক্ষ থেকে রাষ্ট্রপতিকে মঙ্গলবার (১৬ মে) গণসংবর্ধনা দেওয়া হবে। সফর শেষে রাষ্ট্রপতির আগামী ১৮ মে ঢাকায় ফিরবেন।
এদিকে, রাষ্ট্রপতি পাবনায় পৌঁছালে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, স্থানীয় সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, গোলাম ফারুক প্রিন্স ও নাদিরা ইয়াসমিন জলি এবং জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউর রহিম লাল, নাগরিক কমিটির আহবায়ক অঞ্জন চৌধুরী পিন্টু এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বাগত জানান। পরে জেলা সার্কিট হাউস চত্বরে শাহাবুদ্দিনকে গার্ড অব অনার প্রদান করা হয়।
সফররত রাষ্ট্রপতির সঙ্গে আছেন তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা, ছেলে মোহাম্মদ আরশাদ আদনান রনি, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবগণ।
Immerse yourself in epic storylines with our online games! Lucky Cola
Forge your path to greatness—start playing today! Lucky Cola