চার ধাপ পেছালেন জামালরা

Share Now..


অনেক দিন পর ব্যস্ত সময় কাটালেও সময়টা ভালো যায়নি বাংলাদেশের। যার ফল র‍্যাংকিংয়ে অবনতি। চার ধাপ পিছিয়ে পুরুষ ফুটবল র্যাংকিংয়ের ১৯২ নম্বরে আছেন জামাল ভূঁইয়ারা। গত ফিফা উইন্ডোতে চারটি ম্যাচ খেলেছেন হাভিয়ের কাবরেরার দল। প্রীতি ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে ড্র ছাড়া সুখকর স্মৃতি নেই। এশিয়ান কাপ বাছাইয়ে তিন ম্যাচের প্রতিটিতেই জুটেছে হার।বাহরাইন, তুর্কমেনিস্তান ও মালয়েশিয়ার বিপক্ষে কোনো প্রতিরোধই গড়তে পারেননি জামালরা। তাই র‍্যাংকিংয়ে অবনমনটা অনুমিতই ছিল। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের পেছনে রয়েছে কেবল পাকিস্তান (১৯৬) ও শ্রীলঙ্কা (২০৭)।

সবশেষ প্রকাশিত ফিফা র‍্যাংকিংয়ে আগের মতোই শীর্ষস্হান ধরে রেখেছে ব্রাজিল। উন্নতি হয়েছে আর্জেন্টিনার। লা ফাইনালিসিমা জেতা আলবিসেলেস্তেরা এক ধাপ এগিয়ে তিনে উঠে এসেছে। দুইয়ে বেলজিয়াম।

তবে অবনতি হয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের। উয়েফা নেশনস লিগে চার ম্যাচের একটিতেও জয়ের দেখা পায়নি দিদিয়ের দেশমের দল। দুটি ড্র ও বাকি দুটিতে হেরেছে তারা। সেরা দশের বাকিরা হলো ইংল্যান্ড (৫), স্পেন (৬), ইতালি (৭), নেদারল্যান্ডস (৮), পর্তুগাল (৯) ও ডেনমার্ক (১০)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *