চার বছর পর সুপার লিগের বাইরে মোহামেডান

Share Now..

রেলিগেশন লিগে খেলার শঙ্কাও উঁকি দিয়েছিল। রাউন্ড রবিন লিগে গতকাল নিজেদের শেষ ম্যাচে লেজেন্ডস অব রূপগঞ্জকে উড়িয়ে দিয়ে সেই শঙ্কার পত্রপাঠ বিদায় নিশ্চিত করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। কিন্তু দিন শেষে সাদা-কালো শিবিরের সঙ্গী হয়েছে আরেক লজ্জা। মর্যাদাহানির তিক্ততায় ডুবেছে মোহামেডান।

কারণ, এবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার লিগে খেলতে পারছে না মোহামেডান। চার বছর পর সুপার লিগে উঠতে ব্যর্থ সাদা-কালো শিবির। রাউন্ড রবিন লিগ শেষে সপ্তম স্হানে আছে ক্লাবটি।

প্রিমিয়ার লিগে এক যুগেরও বেশি সময় ধরে ট্রফিশূন্য মোহামেডান। বড় দলের তকমা যেন ক্লাবটির জন্য কাগুজে অস্তিত্ব হয়ে গেছে। এবার গা ঝাড়া দিয়ে ওঠার চেষ্টা করেছিল ক্লাবটি। জাতীয় দলের একঝাঁক তারকা ক্রিকেটারকে নিয়ে শক্তিশালী দল গড়েছিল মোহামেডান। কিন্তু দক্ষিণ আফ্রিকা সফরের কারণে তাদের সার্ভিসই পাওয়া যায়নি। ঘটা করে অনেক অনুষ্ঠানে থাকলেও মোহামেডানের হয়ে কোনো ম্যাচ খেলেননি সাকিব আল হাসান। মুশফিক-মিরাজরা দেশে ফিরতে ফিরতেই ক্লাবটির প্রিমিয়ার লিগ মিশন শেষ হয়ে গেলো।

প্রিমিয়ার লিগে ক্লাবটির ইতিহাসে এবারসহ দ্বিতীয় বার সুপার লিগ খেলা হলো না মোহামেডানের। সর্বপ্রথম ২০১৮ সালে সুপার লিগে খেলতে পারেনি ক্লাবটি।

৭ ও ৮ নম্বরে থাকা মোহামেডান, শাইনপুকুর নিরাপদ অবস্হানে রয়েছে। রেলিগেশন লিগে খেলবে ব্রাদার্স, সিটি ক্লাব ও খেলাঘর। সুপার লিগের ছয় ক্লাব হচ্ছে- শেখ জামাল, আবাহনী, লেজেন্ডস অব রূপগঞ্জ, প্রাইম ব্যাংক, রূপগঞ্জ টাইগার্স ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। আগামী ১৮ এপ্রিল শুরু হতে পারে সুপার লিগ।

গতকাল বিকেএসপির ৩ নম্বর মাঠে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে লেজেন্ডস অব রূপগঞ্জকে ৮০ রানে পরাজিত করে মোহামেডান। কুশল মেন্ডিসের সেঞ্চুরিতে মোহামেডান ৪৭.৫ ওভারে ৩০৭ রান তুলেছিল। কুশল মেন্ডিস ৯১ বলে ১০১ রান (৭ চার, ৪ ছয়) করেন। রনি তালুকদার ৩১, পারভেজ ইমন ৭৬ ও মাহমুদউল্লাহ ৪৭ বলে বিস্ফোরক ৭০ রানের (৫ চার, ৪ ছয়) ইনিংস খেলেন। জবাবে ৪৯.১ ওভারে ২২৭ রানে অলআউট হয় রূপগঞ্জ। নাঈম ইসলাম ৮০, রকিবুল ৩৩, মাশরাফি ৩০, সাব্বির ২১ রান করেন। কুশল মেন্ডিস ম্যাচ-সেরা হন।

বিকেএসপির ৪ নম্বর মাঠে ব্রাদার্স ১৩ রানে পরাজিত করেছে খেলাঘরকে। মিরপুর স্টেডিয়ামে সিটি ক্লাবকে ৫৩ রানে হারিয়েছে শেখ জামাল। ১০ ম্যাচে সর্বোচ্চ ৯টি জয় পেল শেখ জামাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *