চিংড়িতে অপদ্রব্যব দূষণ পুশ বিরোধী অভিযানবিশ হাজার টাকা জরিমানা আদায়।
(কয়রা) খুলনাঃ
গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৯ টার সময় কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের চৌকুনি গ্রামের ফারুক সাহেবের বাঁধ সংলগ্ন, জায়গায় অপদ্রব্য, পুশ বিরোধী অভিযান চালিয়ে চিংড়িতে অপদ্রব্য পুশরত অবস্থায় ৪ কেজি পুশ করা বাগদা চিংড়ি সহ চৌকুনি গ্রামের মোঃ সাইফাল সরদারের ছেলে আবু হুরাইরা কে আটক করা হয়। আটককৃত বেক্তির নিকট হতে নগদ ২০,০০০হাজার টাকা প্রশাসনিক জরিমানা আদায় করা হয়েছে।জব্দকৃত পুশকরা ৪ কেজি বাগদা চিংড়ি জনসম্মুখে মাটিতে পুতে বিনষ্ট করা হয়।এই অভিযান পরিচালনা করেন মোঃ আমিনুল হক, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার, কয়রা, খুলনা।এছাড়া পুশ করার জন্য রাখা হয়েছিলো আরো আনুমানিক ৬০ কেজি বাগদা চিংড়ি। একই সাথে সচেতনতামূলক ফেস্টুন,লিফলেট বিতরণ করা হয়।মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ও মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।