চীনে গ্যাসপাইপ বিস্ফোরণে নিহত ১১, গুরুতর আহত ৩৭

Share Now..


চীনের হুবেই প্রদেশের শিইয়ান শহরে এক গ্যাসপাইপ বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছেন। ঘটনায় কমপক্ষে ৩৭ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। রবিবার (১৩ জুন) চীনের স্থানীয় সময় সকাল সাড়ে ছটায় এ বিস্ফোরণ ঘটে। এসব জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণের এলাকা থেকে অন্তত ১০০ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৩৭ জন গুরুতর আহত। শহরের মিউনিসিপ্যালিটি অফিস জানিয়েছে, অনেকেই এখনো আটকা পড়ে আছেন। তবে কীভাবে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। বিস্ফোরণের কারণ অনুসন্ধান করা হচ্ছে বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।

One thought on “চীনে গ্যাসপাইপ বিস্ফোরণে নিহত ১১, গুরুতর আহত ৩৭

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *