চীনে ‘মি-টু’ আন্দোলনকারী এক নারীর কারাদণ্ড

Share Now..

চীনে ‘মি-টু’ আন্দোলনে করে পরিচিত পাওয়া এক নারীকে নাশকতার দায়ে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বিচারের মুখোমুখি হওয়ার প্রায় ১০ মাস পর শুক্রবার সোফিয়া হুয়াং জুয়েকিনকে দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া হয়। দক্ষিণ চীনের একটি আদালত এই রায় প্রদান করে। হুয়াংয়ের সঙ্গে শ্রমিক অধিকার নিয়ে কাজ করা ওয়াং জিয়ানবিংকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। খবর রয়টার্সের। 

৩৫ বছর বয়সী হুয়াং চীনের ‘মি-টু’ আন্দোলনের অন্যতম প্রধান কণ্ঠ ছিলেন। তিনি যৌন নিপীড়নের শিকারদের সম্পর্কে যুগান্তকারী প্রতিবেদন করেছিলেন। হুয়াং নিজে নিউজরুমে নারীবিদ্বেষ এবং যৌন নিপীড়নের মুখোমুখি হয়েছিলেন তা নিয়েও সোচ্চার হয়েছিলেন।

তবে কীভাবে এই দুজনের বিরুদ্ধে নাশকতার অভিযোগ আনা হয়েছে তা স্পষ্ট করেনি চীনা কর্তৃপক্ষ। সমর্থকরা বলছেন, তাদেরকে আটক করা হয়েছে কারণ তারা সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করার জন্য তরুণদের নিয়ে নিয়মিত সভা এবং ফোরামের আয়োজন করেছিলেন। হুয়াং তার সাজার বিরুদ্ধে আপিল করবেন বলে তার সমর্থকরা জানিয়েছেন। 

ওয়াং জিয়ানবিং জামিনের আপিল করবেন কি না, তা জানা যায়নি। ক্যাম্পেইন গ্রুপ ‘ফ্রি হুয়াং জুয়েকিন ও ওয়াং জিয়ানবিংয়ের’ এক মুখপাত্র বলেন, ‘আমি মনে করি না এটি (মামলা) এতটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। এটি সম্পূর্ণ অপ্রয়োজনীয়। তাই আমরা হুয়াং জুয়েকিনের আপিল করার ইচ্ছাকে সমর্থন করি।’ ২০২১ সালের সেপ্টেম্বর থেকে আটক থাকলেও গত বছর এই দুজনকে বিচারের মুখোমুখি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *