চুমু না খাওয়ায় প্রেমিকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ নারীর

Share Now..

প্রেমিক-প্রেমিকার ভালোবাসায় চুমু যেন রোমান্টিকতার ছোঁয়া আরও বাড়িয়ে দেয়। কিন্তু ইংল্যান্ডের লিঙ্কনশায়ারে এক ব্যতিক্রমী প্রেমিকের ঘটনা সামনে এলো। প্রেমিকাকে চুম্বন না করায় দেখা দিয়েছে বিপত্তি। ফলে, তার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগও করা হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, প্রেমিক কেন চুম্বন করছেন না তা নিয়ে রীতিমতো হতাশায় ভুগছিলেন ওই প্রেমিকা। ক্রমে তা সহ্যের সীমা অতিক্রম করে। তাই প্রেমিককে শায়েস্তা করতে তিনি ৯৯৯-এ ফোন করেন।

অভিযোগ শুনে বিস্মিত পুলিশ। ওই তরুণীকে তারা বলেন- প্রেমিক কেন চুম্বন করছে না এই অভিযোগও জানাতে হবে? এটা সত্যিই অযৌক্তিক!

পুলিশ জানায়, এখন বড় দিনের সময়। আমাদের অনেক ব্যস্ত থাকতে হয়। বলতে গেলে বছরের সবচেয়ে ব্যস্ত সময়ের একটি। গত বছর ২০ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত আমরা গড়ে ২৬৫টি ফোন পেয়েছি। এমন ব্যস্ত সময়ে প্রেমিক কেন চুম্বন করছে না এই অভিযোগ পুরোই অযৌক্তিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *