চুয়াডাঙ্গায় আন্দোলনকারীদের বিক্ষোভ \ ছাত্রলীগের হামলায় আহত-৩

Share Now..

\চুয়াডাঙ্গা প্রতিনিধি \
একদফা দাবিতে চুয়াডাঙ্গা জেলাজুড়ে কর্মসূচী পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এসময় জেলার বিভিন্ন স্থানে অবস্থান নেয় শিক্ষার্থীরা। কোথাও কোথাও বিক্ষোভ প্রদর্শন করতে গেলে বাধার মুখে পড়েন তারা। ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ তোলেন। রবিবার (৪ আগস্ট) সকাল থেকে জেলাজুড়ে এমন পরিস্থিতি বিরাজ করছিল। এসময় ছাত্রলীগের হামলার মোস্তফা (৩৫) সাইফ (২৩) ও অজ্ঞাত একজন আহত হয়েছে। সকাল থেকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের ভালাইপুর বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। এসময় তারা একদফা দাবি আদায়ের লক্ষ্যে যান চলাচল বন্ধ করে বিভিন্ন ¯েøাগান দিতে থাকেন। সড়কের দু পাশে সৃষ্টি হয় যানজট। একইসাথে শহরের কোর্টমোড় এলাকাতেও বিক্ষোভ করতে গেলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। এসময় তাদের ব্যানার ছিড়ে ফেলা হয়। শহরের হাসপাতাল সড়কে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়। দর্শনা শহরে বিক্ষোভ মিছিল নিয়ে আন্দোলনকারীরা বাসস্ট্যান্ডে জড়ো হলে তাদের ওপরেও হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে। এসময় ছাত্রলীগের নেতা কর্মীরা কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় বলে অভিযোগ করা হয়। এছাড়া জেলার বদরগঞ্জ, জীবননগর ও আলমডাঙ্গাতেও সড়কে নামে আন্দোলনকারীরা। এদিকে, এমন পরিস্থিতিতে জেলাজুড়ে আতঙ্ক ও থমথমে অবস্থা বিরাজ করছে।

One thought on “চুয়াডাঙ্গায় আন্দোলনকারীদের বিক্ষোভ \ ছাত্রলীগের হামলায় আহত-৩

  • December 1, 2024 at 12:04 am
    Permalink

    However, it needs to be differentiated histologically from other endometrial pathologies such as clear cell carcinoma, atypical hyperplasia with secretory change, endometrioid adenocarcinoma with squamous differentiation, lipid rich endometrioid carcinoma, low grade mucinous carcinoma, metastatic renal cell carcinoma, Arias Stella reaction, and clear cell change of pregnancy where can i get generic cytotec tablets

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *