চুয়াডাঙ্গায় ইঁদুরের গর্তে হাত দিয়ে সাপের কামড়ে এক শিশুর মৃত্যু

Share Now..

\ চুয়াডাঙ্গা প্রতিনিধি \
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ইঁদুরের গর্তে হাত দিয়ে বিষধর সাপের কামড়ে আজিজুল (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ জুন) বিকেল সাড়ে ৫ টার দিকে দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের বড়বলদিয়া গ্রামের পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে। আজিজুল ওই পাড়ার জাহিদুল ইসলামের ছোট ছেলে। শিশুটির বাবা জাহিদুল ইসলাম ও দাদা কলিম উদ্দিন জানান, ইঁদুরের গর্তে হাত দিয়েছিল আজিজুল। ওই গর্তে থাকা বিষাক্ত সাপ আজিজুলকে কামড় দিলে সে চিৎকার করে কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসে। তার হাতে কোন কিছু কামড়ের দাগ দেখে আমরা সাথে সাথে হাতে বাঁধন দিয়ে গ্রামের রবিউল কবিরাজের কাছে নিলে কবিরাজ এটা ইঁদুরের কমড়ের ক্ষত বলে বাধন খুলে দেয়। শিশুটিকে বাড়িতে নিয়ে আসার পর নিস্তেজ হয়ে পড়ে। এসময় পাশের বাড়ির আশরাফের কাছে হাত চালান দিলে বলে মারা গিয়েছে। এবং সাপটি ঐ মাটির গর্তেই আছে। তারপর ঐ অবস্থায় ছেলেকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ছেলে আজিজুলকে হারিয়ে বাবা আহাজারি করে আরও বলেন ছেলে আমার গলা শক্ত করে জড়িয়ে রেখেছিল, কিন্তু ওরে বাঁচান গেল না। শুক্রবার রাত ১০ টার দিকে নামাজের জানাজা শেষে গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়। এবিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লাব কুমার শাহ বলেন সাপে দংশনে মারা গিয়েছে এ বিষয়ে আমি কিছু জানিনা।

One thought on “চুয়াডাঙ্গায় ইঁদুরের গর্তে হাত দিয়ে সাপের কামড়ে এক শিশুর মৃত্যু

  • June 23, 2024 at 2:17 pm
    Permalink

    Normally I don’t learn article on blogs, however I would like to say that this write-up very
    forced me to check out and do so! Your writing style has been amazed me.
    Thanks, very great article.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *