চুয়াডাঙ্গায় জাল ভোট দেওয়ার সময় নৌকার সিলমারা ১১টি ব্যালট পেপার উদ্ধারভ্রাম্যমান আদালতে এক জনের ৩ বছরসহ ৩ জনের জেল

Share Now..

\ চুয়াডাঙ্গা প্রতিনিধি \
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ ও ২ আসনের ভোট গ্রহণের সময় জাল ভোট প্রদান, বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাসহ নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে বজলুর রহমান (৩৬), আরিফুল ইসলাম লাল্টু (৪০) ও মো. সামিউল (২৬) নামে তিনজনকে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে কারাদÐ দিয়েছেন।
গত বরিবার (৭ জানুয়ারি) নির্বাচন চলাকালিন সময় পৃথক তিনটি ভ্রাম্যমান আদালত এক জনকে ৩ বছর, এক জনকে ২ বছর ও একজনকে সাত দিনের কারাদন্ডের এ রায় প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাগেছে, চুয়াডাঙ্গা ২ আসনের জীবননগরে জাল ভোট দেওয়ার চেষ্টা করায় মো. সামিউল (২৬) নামের এক যুবককে ৩ বছরের কারাদÐ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সে উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের পাঁকা গ্রামের মো. মতিয়ার রহমানের ছেলে।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম জানান, সামিউলের কাছ থেকে নৌকা প্রতীকে সীল মারা ১১টি ব্যালট পেপার উদ্ধার হয়। পরে ভ্রাম্যমান আদালত তাকে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৮১ এর ১ ধারায় ৩ বছরের কারাদÐ দেন।
চুয়াডাঙ্গা ২ আসনের দর্শনার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ভ্রাম্যমাণ একজনকে ২ বছরের কারাদÐ প্রদান করেন। গত রবিবার ভোটের দিন দর্শনায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্পিতা আক্তার। দÐপ্রাপ্ত আসমি দর্শনা পৌর এলাকার থানাপাড়ার মৃত লুৎফর রহমানের ছেলে আরিফুল ইসলাম লাল্টু (৪০)।
চুয়াডাঙ্গা ১ আসনের আলমডাঙ্গায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় ভ্রাম্যমাণ আদালতে নৌকা প্রতীকের এক সমর্থক ফরিদপুর গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে বজলুর রহমানকে সাত দিনের কারাদÐ প্রদান করা হয়েছে। ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি করা ও পুলিশের সাথে বাগবিতÐা করায় এ রায় প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *