চুয়াডাঙ্গায় ট্রলির চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত
\ চুয়াডাঙ্গা প্রতিনিধি \
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ইট বহনকারী অবৈধযান ট্রলির চাকায় পিষ্ট হয়ে মুন্না হোসেন (১৯) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শনিবার (২৯ জুন) দুপুর ২টার দিকে উপজেলার খাসকররা বাজারের সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুন্না হোসেন উপজেলার খাসকররা ইউনিয়নের রায়সা গ্রামের নাসির মন্ডলের ছেলে। খাসকররা ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড সদস্য মিল্টন প্রামানিক জানান, মুন্না মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। খাসকররা বাজারে পৌছলে ইটবহনকারী ট্রলি ওভারটেক করতে গেলে মোটরসাইকেলের পিছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারীয়ে ট্রলির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন মুন্না। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গণি মিয়া জানান ট্রলিটি ফেলে রেখে চালক পালিয়ে গেছেন। ট্রলিটি আটক করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।