চুয়াডাঙ্গায় তিনটি ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা, একটি বন্ধের নির্দেশ
\ চুয়াডাঙ্গা প্রতিনিধি \
চুয়াডাঙ্গার জীবননগরে নিয়ম না মেনে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার অপরাধে ভোক্তা অধিকার আইনে তিনটি ডায়াগনস্টিক সেন্টার মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া অভিযানে লাইফ কেয়ার থেরাপী এন্ড ডায়াগনস্টিক সেন্টার নামের একটি প্রতিষ্ঠানকে বন্ধ করে দেওয়া হয়েছে। ২৯শে ফেব্রæয়ারি বৃহস্পতিবার দুপুর ২ টার সময় এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যলয়ের সহকারী পরিচালক সজল আহমেদ। সজল আহমেদ জানান, জীবননগর উপজেলা শহরে নিয়ম না মেনে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনাসহ নানা অনিয়ম প্রমানিত হওয়ায় জীবননগর শহরের হাসপাতাল এলাকার অংকন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। এসময় নির্দিষ্ট নিয়ম না মেনে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করায় অংকন ডায়াগনস্টিক এন্ড মেডিকেল সেন্টারের মালিক আসাদুজ্জামান রিপনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ও ৫৩ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আল হেরা ডায়াগনস্টিক সেন্টারের মেয়াদোত্তীর্ণ টেস্ট কিট ও অন্যান্য মেডিসিন পাওয়া যায়। ল্যাবের ফ্রিজে কাচা মাংস রাখা, বিভিন্ন টেস্টের জন্য নির্ধারিত টেকনিশিয়ান ব্যতিত টেস্ট করার প্রমাণও পাওয়া যায়। এসময় মেসার্স আল হেরা ডায়াগনস্টিক সেন্টারের মালিক নুরুল আমিনকে ৩০ হাজার টাকা এবং মেসার্স লাইফ কেয়ার ডক্টর’স চেম্বার এন্ড ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন ব্যতীত ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করা ও সেবার মুল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ৪৫ ধারায় মেসার্স লাইফ কেয়ার ডক্টর’স চেম্বারের মালিক রোকনুজ্জামান তাছিরকে ১০হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে উক্ত প্রতিষ্ঠানটিকে এক সপ্তাহের জন্য বন্ধের নির্দেশ দেয়া হয়। ভ্রাম্যমান অভিযান পরিচালনাকালে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোস্তাফিজুর রহামন, স্যানিটারি ইন্সপেক্টর আনিছুর রহমানসহ জীবননগর থানার এস আই সৈকতের নেতৃত্বে জীবননগর থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলো।
I very delighted to find this internet site on bing, just what I was searching for as well saved to fav
indian pharmacies safe http://indiaph24.store/# Online medicine order
buy prescription drugs from india
mexico drug stores pharmacies: cheapest mexico drugs – mexican pharmacy