চুয়াডাঙ্গায় দেখা মিলেছে ভয়ংঙ্কর রাসেল’স ভাইপার সাপ
\ চুয়াডাঙ্গা প্রতিনিধি \
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার সীমান্তবর্তী কামারপাড়া গ্রামের মাঠপাড়ায় মাথাভাঙ্গা নদীর পাড়ে দেখা মিলেছে ভংয়কর বিষাক্ত ও বিশ্বের এক নাম্বার সাহসি সাপ রাসেল’স ভাইপার। নদীতে গোসল করতে যাওয়ার সময় সাপটি একজন দেখে আশেপাশের মানুষকে ডেকে রাসেল’স ভাইপার সাপটি মারতে সক্ষম হয়। ঘটনাটি ঘটেছে ঈদের একদিন পর ১৯ জুন বুধবার দুপুরে। চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাওয়া মাথাভাঙ্গা নদীটি কামারপাড়া গ্রাম হয়ে ভারতে প্রবেশ করেছে। তাই এলাকাবাসীর ধারনা নদীপথেই রাসেল’স ভাইপার সাপটি বাংলাদেশে চলে এসেছে। প্রত্যক্ষদর্শী কামারপাড়া গ্রামের মাঠপাড়ার তরিকুল ইসলাম জানান গত ১৫/২০ দিনে আমাদের সীমান্ত এলাকায় সাপের কামড়ে নামে শহিদুল ইসলাম নামে কৃষকসহ ২ জন মারাগেছে। অল্প সময়ের ব্যবধানে সাপের কামড়ে ২ জন মারা যাওয়ায় সীমান্তে বসবাস করা মানুষের মাঝে সাপ আতংঙ্ক সৃষ্টি হয় এবং সতর্কতা অবলম্বন করা শুরু করে। এরই এক পর্যায়ে ঈদের একদিন পর গত ১৯ জুন বুধবার দুপুরে গ্রামের মাথাভাঙ্গা নদীতে গোসল করতে যাওয়ার সময় অন্যান্য সাপ থেকে দেখতে ভিন্ন বেশ বড় আকৃতির একটি সাপ দেখতে পাওয়া যায়। এসময় পাড়ার লোকজন ডেকে নিয়ে সাপটি মারা হয়। পরে সাপের ছবি দেখে ইন্টারনেট ব্যবহারকারীরা সনাক্ত করেন এটি বিষাক্ত রাসেল’স ভাইপার সাপ। তিনি আরও জানান বেশকিছু দিন থেকে বিভিন্ন লোকমুখে ও চায়ের দোকানে শুনে আসছিলাম ভয়ংঙ্কর রাসেল’স ভাইপার সাপের কথা। আমরা কল্পনাও করিনি এই সাপ আমাদের গ্রামে চলে এসেছে। এটি রাসেল’স ভাইপার সাপ বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীর মাঝে এক ধরণের আতংঙ্ক শুরু হয়েছে। দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, এমন কোন বিষয় তার জানা নেই।