চুয়াডাঙ্গায় ধান মাড়াই কলে শাড়ি পেঁচিয়ে এক বৃদ্ধার মৃত্যু

Share Now..

\ চুয়াডাঙ্গা প্রতিনিধি \
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ধান মাড়াইয়ের কলে (মেশিন) শাড়ি পেঁচিয়ে আলেয়া বেগম (৬৮) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (৪ মে) রাত অনুমানিক সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আলেয়া বেগম নাগদাহ গ্রামের পশ্চিমপাড়ার মৃত বুদো মন্ডলের স্ত্রী। সে শনিবার (৪ মে) দুপুরে ধান মাড়াইয়ের কাজের সময় এ দূর্ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য গোলাম সরোয়ার বলেন, মেজো ছেলে হিটুর ধান মাড়াইয়ে সহযোগীতা করছিলেন বৃদ্ধা আলেয়া বেগম। এসময় অসাবধানতায় তার শাড়ি ধান মাড়াই কলে মধ্যে চলে গেলে মাড়াই মেশিনের ধাক্কা লেগে ছিটকে মাটিতে পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা আলেয়া বেগমকে উদ্ধার করে স্থানীয় ফার্মেসী থেকে প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় রাত সারে ৯ টায় তার মৃত্যু হয়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, রাত ৮টার পর আশংকাজনক অবস্থায় বৃদ্ধাকে জরুরি বিভাগে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। অন্য কোথাও থেকে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছিল। তিনি বুকে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *