চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়িতে ট্রাক, চালক নিহত

Share Now..

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়িতে ঢুকে পড়েছে। এতে চাপা পড়ে ট্রাকচালক সোহেল রানার (৩৩) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) রাত ১১টার দিকে আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা সড়কের রোয়াকুলি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইউসুফ আলী বিষয়টি নিশ্চিত করেন।

নিহত সোহেল রানা আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

ইউসুফ আলী বলেন, ‌রাতে আলমডাঙ্গাগামী বেপোরোয়া গতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রোয়াকুলি গ্রামের মখলেছুর রহমানের বসতবাড়িতে ঢুকে পড়ে। এতে ট্রাকের নিচে চাপা পড়ে চালক সোহেল রানার ঘটনাস্থলেই মৃত্যু হয়।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে চালককে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *