চুয়াডাঙ্গায় পল্লী উন্নয়ন কিশোরী সংঘের সদস্যদের সচেতনামূলক প্রশিক্ষণ \ শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ বিতরণ
\ চুয়াডাঙ্গা প্রতিনিধি \
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবি জীবননগর উপজেলা শাখার আয়োজনে ‘উন্নত পল্লী উন্নত দেশ, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দরিদ্র মহিলাদের জন্য পল্লী কর্মসংস্থানের সহায়তা প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের পল্লী উন্নয়ন কিশোরী সংঘের কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ এবং শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) সকাল ১০ টার সময় জীবননগর উপজেলার উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে চুয়াডাঙ্গা বিআরডিবির উপ-পরিচালক মো. আব্দুল আলীমের সভাপতিত্বে এবং শিক্ষার্থী সাদিকা আলম ও জান্নাতুল ফেরদৌস মেধার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বাল্য বিয়ে বন্ধ ও রোধ করতে হবে, আত্মহত্যা প্রবণতা রোধ করতে হবে, সঞ্চয়ের মনোভাব গড়ে তুলতে হবে। আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রেখে যাওয়া সোনার বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখার জন্য তিনি শিক্ষার্থীদেরকে বিভিন্ন পরামর্শ দেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. হাফিজুর রহমান, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা মমতাজ, উথলী বিআরডিবি কর্মকর্তা মো. জামিল আখতার, উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি সাংবাদিক সালাউদ্দিন কাজল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, শিক্ষার্থী সাদিকা আলম, জান্নাতুল ফেরদৌস মেধা প্রমুখ। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম আব্দুর রউফ, উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য শ্রী সরজিৎ কুমার, আলমগীর হোসেন, সেলিম হোসেন, এনামুল হক, মুসলিমা খাতুন, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ ৭ শতাধিক শিক্ষার্থী। অনুষ্ঠান জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ উপস্থিত সাত শতাধিক শিক্ষার্থীকে বাল্য বিবাহ না করার ব্যাপারে শপথ বাক্য পাঠ করেন। অনুষ্ঠান শেষে কিশোরী সংঘের ৪ জন সদস্যের মধ্যে জমাকৃত অর্থ বিতরণ, ১০০ জন শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য ও শিক্ষা উপকরণ বিতরণ এবং ৭ শতাধিক শিক্ষার্থীদের মধ্যে ঔষধি ও ফলজসহ বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়।
Good information. Lucky me І recently found your site by accident (stumbleupon).
Ӏ’ѵe saved іt fօr later!
Feel free t᧐ surf to my blog post เซ็กซี่บาคาร่า
Wow! At ⅼast I gⲟt а weblog frоm whеге I be
capable of actuaply get useful infߋrmation conceгning my
study and knowledge.
Feel free tto surf tо my site เซ็กซี่บาคาร่า