চুয়াডাঙ্গায় বর্তমান দু’চেয়ারম্যান হারালেন জামানত

Share Now..

\ চুয়াডাঙ্গা প্রতিনিধি \
চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান দুই চেয়ারম্যান তাদের জামানত হারিয়েছেন। এরা হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের টানা চারবারের নির্বাচিত বর্তমান চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস এবং আলমডাঙ্গা উপজেলার একবারের নির্বাচিত বর্তমান চেয়ারম্যান মো. আইয়ুব হোসেন। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে ২১ মে চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনী ফলাফলে দেখা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলায় মোট ভোট পড়েছে এক লাখ এক হাজার ৩৮৮টি। এর মধ্যে বাতিল হয়েছে ২ হাজার ৯৮৬টি। বৈধ ভোট পড়েছে ৯৮ হাজার ৮০২টি। এখানে প্রার্থীকে জামানত ফেরত পেতে প্রয়োজন ছিল ১২ হাজার ৩০০ ভোটের। কিন্তু বর্তমান চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস তাঁর আনারস প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৪১৯ ভোট। ফলে তিনি জামানত হারিয়েছেন। এদিকে আলমডাঙ্গায় মোট ভোট পড়েছে ৮০ হাজার ৭১৪টি। বৈধ ভোট ৭৭ হাজার ৯৯৪টি। আলমডাঙ্গার বর্তমান চেয়ারম্যান মো. আইয়ুব হোসেন দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৩০৬ ভোট। জামানত টেকাতে তার প্রয়োজন ছিল ৯ হাজার ৭৪৯ ভোটের। রিটার্নিং অফিসার ও চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজা বলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা ও আলমডাঙ্গা উপজেলার বর্তমান দুই চেয়ারম্যানই তাদের জামানত হারিয়েছেন। তবে জামানতের সব হিসাব এখনো করা হয়নি। বিস্তারিত পরে বলা যাবে। উল্লেখ্য, একটি নির্বাচনি এলাকায় যত ভোট পড়ে তার শতকরা সাড়ে ১২ শতাংশ ভোট প্রার্থীরা যদি না পান তাহলে তার জামানতের টাকা বাজেয়াপ্ত হয়। সে হিসেবে চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা বর্তমান দু’চেয়ারম্যানের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

One thought on “চুয়াডাঙ্গায় বর্তমান দু’চেয়ারম্যান হারালেন জামানত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *