চুয়াডাঙ্গায় মাদকসহ পাচারকারি আটক

Share Now..

\ চুয়াডাঙ্গা প্রতিনিধি \
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট (মাদকদ্রব্য) উদ্ধার করেছে। এসময় পাচারকারি রনি হোসেন (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। দর্শনা থানা পুলিশ সোমবার (৩০ জানুয়ারী) রাত ১০ টার দিকে রামনগর এলাকা থেকে এই মাদকসহ রনিকে গ্রেফতার করে। পাচারকারি রনি দর্শনা নাস্তিপুর গ্রামের পূর্বপাড়ার মৃত. রফিকুল ইসলামের ছেলে। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানাধীন রামনগর গ্রামস্থ রামনগর ফুটবল মাঠের পশ্চিম পাশে জান্নাতুল মাওয়া কবরস্থানের গেটের সামনে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রনি হোসেনকে গ্রেফতার করা হয়। থানার এসআই সোহেল রানা বাদি হয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাতেই দর্শনা থানায় মামলা দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *