চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ২ ফার্মেসির জরিমানা

Share Now..

\ চুয়াডাঙ্গা প্রতিনিধি \
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পুল ওষুধ বিক্রি করায় দুই ফার্মেসির ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (১০ জানুয়ারী) দুপুর ১২ টার দিকে উপজেলার জামজামি বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ এ অভিযানের নেতৃত্ব দেন। তিনি জানান, বুধবার (১০ জানুয়ারী) দুপুরে জামজামি বাজার এলাকার ফার্মেসিগুলোতে অভিযান চালানো হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পুল ওষুধ বিক্রি করায় মেসার্স মালিতা ফার্মেসিতে ১০ হাজার ও মেসার্স আল্লারদান ফার্মেসীতে ১৫ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ বলেন, ‘ জামজামি বাজারে এ দুটি ফার্মেসি মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পুল ওষুধ বিক্রি করে আসছিল। এজন্য তাদের অর্থদন্ড করা হয়েছে। এছাড়া মেয়াদ উত্তীর্ণ ঔষধগুলো জব্দ করে আগুনে পুড়িয়ে ফেলা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় আলমডাঙ্গা থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে বলেও জানান ভোক্তা অধিকারের এ কর্মকর্তা।

879 thoughts on “চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ২ ফার্মেসির জরিমানা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *