চুয়াডাঙ্গায় রাইস মিলের ফিতাই জড়িয়ে মহিলার মৃত্যু

Share Now..

\ চুয়াডাঙ্গা প্রতিনিধি \
কুমড়োর বড়ি আর দেওয়া হলোনা শুকুরণ নেছার (৫৫)। তার আগেই রাইস মিলের ফিতাই জড়িয়ে মর্মান্তিকভাবে তার মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জানুয়ারী) সকাল সাড়ে ৬টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামের মিস্ত্রিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। শুকুরণ নেছা জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের কাশিপুর গ্রামের উত্তরপাড়ার মৃত আব্দুল মজিদের স্ত্রী। প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের কাশিপুর গ্রামের উত্তরপাড়ার মৃত আব্দুল মজিদের স্ত্রী শুকুরণ নেছা কুমড়োর বড়ি দেয়ার জন্য কলাইডাল ভাঙ্গাতে আন্দুলবাড়িয়া মিস্ত্রিপাড়ার জাহান আলীর রাইস মিলে যান। সকাল সাড়ে ৬টার দিকে তার কলাইডাল ভাঙ্গানোর কাজ শুরু হয়। এ সময় তিনি কৌতুহলবশতঃ কী ভাবে কালাইডাল থেকে মন্ড তৈরী হচ্ছে তা উঁকি দিয়ে দেখতে যান। অসাবধানতার কারণে চলন্ত রাইস মিলের ফিতাই শাড়ি জড়িয়ে গেলে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাবীদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

747 thoughts on “চুয়াডাঙ্গায় রাইস মিলের ফিতাই জড়িয়ে মহিলার মৃত্যু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *