চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
Share Now..
\ চুয়াডাঙ্গা প্রতিনিধি \
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা-মুজিবনগর সড়কে ইজিবাইকের ধাক্কায় সামাদ (৫) নামের এক শিশু নিহত হয়েছে। শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে প্রতাবপুর গ্রামে সড়কের উপর এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সামাদ উপজেলার দর্শনা থানার প্রতাপপুর গ্রামের আহাদ আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপুর ১ টার দিকে শিশু সামাদ দৌড়ে রাস্তা পার হচ্ছিল। এ সময় দর্শনাগামী দ্রæতগতির একটি ইজিবাইক শিশুটিকে ধাক্কা দিলে সে সড়কের উপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চালকসহ ইজিবাইকটি আটক করা হয়েছে।