চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত
\ চুয়াডাঙ্গা প্রতিনিধি \
চুয়াডাঙ্গার দামুড়হুদায় পাখিভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ভ্যানের যাত্রী দেলোয়ারা খাতুন (৬০) নামের এক নারী নিহত হয়েছেন। সে দামুড়হুদা উপজেলার দর্শনা থানার সাড়াবাড়িয়া গ্রামের আব্দুল আাজিজ শাহ’র স্ত্রী। রবিবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার ধান্যঘরা গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকট এ দূর্ঘটনা ঘটে। নিহতের ছোট ভাই আবু সাইদ জানান, দামুড়হুদার কার্পাসডাঙ্গায় এক আতœীয়ের বাড়ি থেকে রবিবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে পাখিভ্যান যোগে নিজ বাড়ি ফরছিলো। পথিমধ্যে উপজেলার ধান্যঘরা গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকট পৌঁছালে বিপরীত দিক থেকে আসা উপজেলার কানাইডাঙ্গা গ্রামের আলাল উদ্দিনের মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি সড়কের অপর ছিটকে পড়ে পা ও মাথায় প্রচন্ড আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসাপাতালে পাঠান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ রেফার্ড করা হয়। ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ১০ টার দিকে ঝিনাইদহ মাগুগার মাঝামাঝি স্থানে পৌছালে তিনি মারা যান। দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।