চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত
\ চুয়াডাঙ্গা প্রতিনিধি \
চুয়াডাঙ্গার দামুড়হুদায় সড়ক দুর্ঘটায় কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজের লাইব্রেরিয়ান শফিকুল ইসলাম (৫০) নিহত হয়েছে। সে উপজেলার কার্পাসডাঙ্গা কলোনীপাড়ার এরশাদ মাষ্টারের ছেলে। শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৬ টার দিকে প্রতিদিনের ন্যায় কার্পাসডাঙ্গা-মুজিবনগর সড়কে হাটতে বাহির হয় শফিকুল ইসলাম। হাটতে হাটতে উপজেলার মুজিবনগর সড়কের ফকিরখালির নিকট পৌঁছালে একটি অজ্ঞাত গাড়ির সঙ্গে ধাক্কা লাগলে শিক্ষক শফিকুল পিচ রাস্তার ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। সকালে সড়কে লোকজন না থাকার কারণে স্থানীয় লোকজন খবর পেয়ে দ্রæত ছুটে আসে ঘটনাস্থলে। শিক্ষক শফিকুলকে মৃত্যু অবস্থায় উদ্ধার করে নিজ বাড়িতে আনা হয়। তবে তিনি মাথায় প্রচন্ড আঘাত পায়েছিলেন। শনিবার দুপুর ২ টার সময় নামাজের জানাজা শেষে কার্পাসডাঙ্গা গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা হয়েছে।