চুয়াডাঙ্গায় সাড়ে ১৬ কেজি ভারতীয় চান্দি রুপাসহ মোটরসাইকেল আটক

Share Now..

\ চুয়াডাঙ্গা প্রতিনিধি \
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্ত এলাকা থেকে ১৬ কেজি ৩০০ গ্রাম ভারতীয় চান্দি রুপাসহ মোটরসাইকেল জব্দ করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি। শনিবার (১৭ আগষ্ট) সকাল ৭টার দিকে উপজেলার ঠাকুরপুর সীমান্তের কদমতলা বাজার মোড় নামক স্থান থেকে এই রুপাসহ মোটরসাইকেল জব্দ করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান (পিএসসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার ঠাকুরপুর বিওপির এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে রুপার একটি বড় চালান পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে ঠাকুরপুর বিওপি’র টহল কমান্ডার হাবিলদার শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্ত মেইন পিলার ৮৯ থেকে আনুমানিক ১.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ঠাকুরপুর কদমতলা বাজার মোড় পাঁকা রাস্তার পার্শ্বে অবস্থান নেয়। শনিবার সকাল ৭টার দিকে কদমতলা এলাকার রাস্তা দিয়ে অজ্ঞাত একজন ব্যক্তিকে মোটরসাইকেল যোগে কার্পাসডাঙ্গার দিকে যেতে দেখলে টহলদল তাকে ধাওয়া করে। তখন উক্ত অজ্ঞাত ব্যক্তি বিজিবির টহলদলের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ফেলে দৌড়ে মাঠের মধ্যে পালিয়ে যায়। পরে টহলদল ফেলে যাওয়া মোটরসাইকেলের বাম পার্শ্বে ক্যারিয়ার হুকের সাথে বাধা একটি প্লাষ্টিকের ব্যাগের ভিতর থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো পলিথিনের ব্যাগ থেকে ১৬ কেজি ৩০০ গ্রাম (১৩৯৭.৪৬ ভরি) ওজনের ভারতীয় চান্দি রুপা জব্দ করে। এ ব্যাপারে হাবিলদার শওকত আলী বাদী হয়ে দর্শনা থানায় মামলাসহ রুপাগুলি চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *