চুয়াডাঙ্গায় সেনা অভিযানে শীর্ষ সন্ত্রাসী শাহাবুল গ্রেফতার

Share Now..

\ চুয়াডাঙ্গা প্রতিনিধি \
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় বাংলাদেশ সেনাবাহিনী অভিযান চালিয়ে একাধিক মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী শাহাবুল হোসেনকে (৫২) গ্রেফতার করেছে। বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে তাকে আদালতে তোলা হয়েছে। এর আগে গত মঙ্গলবার দিনগত রাতে তাকে দর্শনা পৌর এলাকার রামনগর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শাহাবুল হোসেন একই গ্রামের গোলজার হোসেনের ছেলে। চুয়াডাঙ্গা সেনাবাহিনী ক্যাম্পের মেজর জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযান সূত্রে জানা গেছে, শীর্ষ সন্ত্রাসী শাহাবুল হোসেনের বিরুদ্ধে মাদক, চোরাকারবারী, অবৈধ অস্ত্র, ডাকাতি ও অগ্নি সংযোগসহ বিভিন্ন থানায় ১০ টি মামলা রয়েছে। সে দেশীয় বোমা ও ককটেল তৈরিতে সিদ্ধহস্ত এবং বোমা বিস্ফোরণে তার ডান হাত উড়ে যায়। গত ৫ আগস্ট পরবর্তী সময় শাহাবুল দর্শনায় বিভিন্ন ধরণের সন্ত্রাসী কর্মকাÐ করে আসছিল। সে মাদক ব্যবসার ত্রাস হিসেবে এলাকায় পরিচিতি লাভ করেছে। গত মঙ্গলবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে সেনাবাহিনীর একটি টিম। চুয়াডাঙ্গা সেনাবাহিনী ক্যাম্পের মেজর জাহাঙ্গীর আলম বলেন, গ্রেফতার শাহাবুলকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইন কার্যক্রম সম্পন্নের জন্য বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তাকে বিকালে আদালতে সোপর্দ করে পুলিশ। পরে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *