চুয়াডাঙ্গায় হজ্ব ও ওমরা প্রশিক্ষণ অনুষ্ঠিত
\ চুয়াডাঙ্গা প্রতিনিধি \
চুয়াডাঙ্গার দামুড়হুদায় হজ্জ ও ওমরা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) দামুড়হুদা উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের সেমিনার কক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক হাজী মো লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি আব্দুস সালাম ফারুকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সম্মিলিত চুয়াডাঙ্গা ওলামা কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা বশির আহমেদ, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাও মো সরওয়ার হোসেন, তামিম হজ্ব কাফেলার সভাপতি ও উপজেলা শ্রমিকলীগের সভাপতি হাজী মো. আব্দুল কাদির। এসময় আরো উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা মডেল মসজিদের ইমাম মুফতি মামুনুর রশিদ, দামুড়হুদা বাসস্ট্যান্ড বাজার কমিটির সভাপতি মো. মাকসুদুর রহমান রতন। সুমাইয়া ইয়ার এন্টারন্যাশনালের আয়োজনে সমগ্র প্রশিক্ষণটি পরিচালনা করেন হাজী মো. হাবিবুর রহমান। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, তামিম হজ্ব কাফেলার পরিচালক মাও মো. শফিকুল ইসলাম। প্রশিক্ষণ শেষে ওমরা ও হজ্বের যাত্রীদেরকে হজ্বের বিভিন্ন সামগ্রী তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।