চুয়াডাঙ্গায় ১ হাজার ৩৫০ পিচ টেপেন্ডো ট্যাবলেটসহ স্বামী-স্ত্রী আটক
\ চুয়াডাঙ্গা প্রতিনিধি \
চুয়াডাঙ্গায় ১ হাজার ৩৫০ পিচ টেপেন্ডো ট্যাবলেটসহ মাদক কারবারি স্বামী স্ত্রীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ও সেনাবাহিনীর একটি দল। বৃহস্পতিবার ২১ নভেম্বর দুপুর ২ টার সময় চুয়াডাঙ্গা পৌর শহরের তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়। চুয়াডাঙ্গার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরিদর্শক নাজমুল হোসেন খান বিষয়টি নিশ্চিত করে বলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর বিভাগীয় স্টাফ, ও চুয়াডাঙ্গা সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার জনাব আমিনুল ইসলাম এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল চুয়াডাঙ্গা সদর থানাধীন বিভিন্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করেন। এ সময় চুয়াডাঙ্গা সদরের বোয়ালমারী গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী স্বামী তারেকে আজিজ ও তার স্ত্রী সজনী খাতুনকে আটক করেন। পরে তার নিজ বাড়ি তল্লাশি করে ১ হাজার ৩৫০ পিচ ভারতীয় টেপেন্ডো ট্যাবলেট উদ্ধার করে। এ ঘটনায় আসামীদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
Bahçelievler su kaçağı tespiti İşlerini büyük bir titizlikle yapıyorlar, gönül rahatlığıyla tavsiye ederim. https://benficafansclub.com/ustaelektrikci
“Your writing style is engaging and clear, love it!”
“This post has helped me solve my issue, thanks a ton!”
“Well explained, made the topic much easier to understand!”
Rise to the top – Compete, play, and win! Lucky Cola
“This is exactly what I was looking for, thank you!”