চুয়াডাঙ্গায় ২ মন রুপা ও আড়াই কেজি সোনা উদ্ধার; মহলিা পাচারকারী আটক
শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতিনিধি : ২৫/০৫/২৩ইং:
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজলোর সীমান্তর্বতী নাস্তপিুর ও দর্শনা মোবারকপাড়ায় পৃথক দুটি অভযিান চালিয়ে প্রায় দু’ মন রুপা ও আড়াই কেজি ওজনরে ২০টি সোনারবার সহ মহলিা চোরাকারবারীকে আটক করছে চুয়াডাঙ্গা ৬ বিজিবি।
আটককৃত মহিলা চোরাকারবারী শাহানারা বেগম উপজেলার নাস্তিপুর গ্রামে মৃত: কাশেম আলীর স্ত্রি।
বুধবার (২৪ মে) বিকালে এগুলো উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ ব্যাটালয়িন বিজিবি অধনিায়ক লে: কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহদিুর রহমান বুধরার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বিকালে গোপন সংবাদ পেয়ে দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভার মোবারকপাড়ার মোস্তাফা মিয়ার পরত্যিাক্ত বাড়িতে অভিযান চালিয়ে ৪টি ব্যাগে থাকা ৭৮ কেজি (প্রায় দু মন) রুপা উদ্ধার করা হয়। এসময় বাড়িতে লোকজন না থাকায় কাউকে আটক করা যায়নি।
অপরদিকে, একই দিন (২৪ মে বুধবার) দুপুরে একই উপজেলার বাড়াদি ক্যাম্পরে বিজিবি টহলদল স্থানীয় নাস্তপিুর কবরস্থান রোড থেকে এক বোরকা পরিহিত মহলিাকে আটক কর। পরে তার দেহ তল্লাশি করে বুকে লুকিয়ে রাখা ২ কেজি ৩শ৪০গ্রাম ওজনের ২০টি সোনারবারসহ তাকে আটক করা হয়। আটক মহিলা নাস্তিপুর গ্রামের মৃত: কাশমে আলীর স্ত্রী শাহানারা বগেম(৪৫)।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি অধনিায়ক লে: কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহদিুর রহমান আরও জানান, উদ্ধারকৃত রুপার বাজার মুল্য ১কোটি ২০লাখ এবং সোনার মুল্য ২কোটি ৩৪লাখ ১২হাজার টাকা।
উদ্ধারকৃত সোনা ও রুপা চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে এবং আটক মহলিা চোরাকারবারীকে দর্শনা থানায় সোর্পদ করে মামলা দেয়া হয়েছে। # #
Enter a realm of fantasy and magic – the adventure begins here! Lucky cola